লিওনার্দো দ্য ভিঞ্চির ‘মোনালিসা’কে লালন করেন রতন। সেই মোনলিসার মত একজনকে বাস্তবে পেয়ে যায় সে। প্রথম দেখায় অবাক রতন। এরপর প্রেমে পড়ে যান। 

রতন এতিমখানার এক আসহায় ছেলে। আর মোনালিসা মফস্বলের একটা টেইলার্সে কাজ করে। নদী পথে নৌকা পার হবার সময় রতনের সঙ্গে মোনালিসার দেখা হয়। তাদের মাঝে এভাবে ভালো লাগা তৈরি হয়। 

‘মোনালিসা’ নাটকের শুটিং-এর ফাাঁকে মনোজ প্রামাণিক ও ফারিয়া শাহরিন

একদিন মোনালিসাকে জীবন থেকে হারিয়ে ফেলে রতন। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। এতে মোনালিসা চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। রতন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। আরো রয়েছেন মীর জাহিদ হাসান, নিথর মাহবুব, মম শিউলি, সালমান শাহরিয়ার প্রমুখ।

‘মোনালিসা’ শিরোনামে নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। মেহরাব জাহিদের গল্পে চিত্রনাট্য করেছেন আহমেদ ফারুক। 

পরিচালক কাজী সাইফ আহমেদ বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি নির্মাণ করেছি। এটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে। ভালোবাসা দিবসে এখন নাটকের সংখ্যা অনেক। আমি কোনো প্রতিযোগীতায় যেতে চাই না। দর্শকদের একটি রোমান্টিক গল্পকে নিজের মত উপস্থাপনের চেষ্টা করেছি। বাকিটা দর্শকদের ওপর নির্ভর করবে।'