বাংলাদেশ চলচ্চিত্রের রাষ্ট্রীয় সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ এর তালিকা প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ঘোষণা করে। 

প্রতিবছর ২৬টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। এবছর আজীবন সম্মাননা যৌথভাবে পাচ্ছেন সোহেল রানা ও কোহিনূর আক্তার সুচন্দা। শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগেও যুগ্মভাবে নির্বাচিত হয়েছে ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়ায়’। 

শ্রেষ্ঠ পরিচালক হিসেবে প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’ দিয়েই পুরস্কার পাচ্ছেন তানিম রহমান অংশু। পুরস্কারের দিক দিয়ে এবছর রেকর্ড গড়েছে চলচ্চিত্র মায়া : দ্য লাস্ট মাদার। ৭টি বিভাগে পুরস্কার পেয়েছে এই চলচ্চিত্র। 

এছাড়া উল্লেখযোগ্য বিভাগে পুরস্কার পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেতা তারিক আনাম খান (আবার বসন্ত), শ্রেষ্ঠ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল (ন ডরাই), শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র ফজলুর রহমান বাবু (ফাগুন হাওয়ায়), শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্র নারগিস আক্তার (মায়া: দ্য লাস্ট মাদার), শ্রেষ্ঠ খল নায়ক জাহিদ হাসান (সাপলুডু), শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন (মায়া: দ্য লাস্ট মাদার), শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হাবিবুর রহমান (মনের মত মানুষ পাইলাম না), শ্রেষ্ঠ গায়ক মৃনাল কান্তি দাস (শাটল ট্রেন), শ্রেষ্ঠ গায়িকা যুগ্মভাবে মমতাজ বেগম ও ফাতিমা তুয যাহরা ঐশি (মায়া: দ্য লাস্ট মাদার), শ্রেষ্ঠ গীতিকার যুগ্মভাবে নির্মলেন্দু গুন (কালো মেঘের ভেলা) ও কামাল চৌধুরী (মায়া: দ্য লাস্ট মাদার), শ্রেষ্ঠ সুরকার যুগ্মভাবে আব্দুল কাদির ও তানভীর তারেক (মায়া: দ্য লাস্ট মাদার), শ্রেষ্ঠ কাহিনিকার মাসুদ পথিক (মায়া: দ্য লাস্ট মাদার), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার মাহবুব উর রহমান (ন ডরাই)। 

এমআরএম/এএ