বিয়ের এক বছরের মধ্যেই ভুল ভাঙে জিনাত আমানের
সাহসী অভিনয়ের জন্য একনামে সবাই চিনত তাকে। যার সৌন্দর্যের নেশায় পর্দায় বুঁদ হয়ে থাকতেন দর্শক। যাকে সিনেমায় নেওয়ার জন্য পরিচালক-প্রযোজকদের দীর্ঘ লাইন লেগে থাকত। সেই মানুষটাই নাকি দীর্ঘ ১২টি বছর কাটিয়েছেন চরম দুঃখ কষ্টে। এ দুঃখের ভাগ দেওয়া যায়নি কাউকে।
তিনি বলিউডের একসময়ের হার্টথ্রব নায়িকা জিনাত আমান। দাম্পত্য জীবনের কঠিন সময়ের স্মৃতিচারণ করেছেন এক সাক্ষাৎকারে। তিনি বলেন, ‘আমি এমন একটি সুরঙ্গের মধ্যে আটকে ছিলাম, যার শেষে কোনো আলো নেই।’
বিজ্ঞাপন
মাজহার খানের সঙ্গে নিজের দাম্পত্যের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, মাজহার কখনও আমাকে আলাদা একজন মানুষ বা অভিনেত্রী হিসেবে নিজেকে তৈরি করতে দেয়নি। ও চাইত, সবসময়ে বাড়িতে থেকে সন্তান প্রতিপালন করি। বিয়ের এক বছর পর থেকেই বুঝতে পারি জীবনের অংকে ভুল করে ফেলেছি। তবু সেই দাম্পত্য থেকে বেরিয়ে যেতে চাইনি। তাই ১২টি বছর সেই মানুষের সঙ্গেই সংসার করেছি। ১২ বছরে এমন একটি দিনও মনে পড়ে না, যে দিন আমি আনন্দে কাটিয়েছি।
১৯৯৭ সালে মাজহারের সঙ্গে জিনাতের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর সন্তানদের নিয়ে আলাদা থাকতে শুরু করেন তিনি।
বিজ্ঞাপন
সূত্র : আনন্দবাজার
এসকেডি