টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র মুখ খুললেই খবরের শিরোনাম! এমনটাই হয়ে আসছে বহুদিন ধরে। একদিকে তিনি যেমন অকপট, স্পষ্টবাদী, আবার ব্যক্তিগত জীবন নিয়েও খুল্লামখুল্লা। তাই হরহামেশাই নানা মন্তব্য করে আলোচনার ঝড় বইয়ে দেন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) শ্রীলেখা উড়াল দিয়েছেন আরব আমিরাতের উদ্দেশ্যে। যাওয়ার আগে ফেসবুকে স্ট্যাটাস দিলেন, ‘একটা বয়ফ্রেন্ড নেই যাকে বলব যাচ্ছি বাবু’। ব্যাস, মুহূর্তেই বিষয়টি চর্চার কেন্দ্রে চলে আসে। মিশ্র প্রতিক্রিয়ায় ভরে যায় তার পোস্টের কমেন্ট বক্স।

এবার সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন শ্রীলেখা। ফেসবুকে লিখেছেন, ‘শ্রীলেখা মিত্র এটা লেখার সঙ্গে সঙ্গেই বুঝেছেন কেলো করেছেন। না উনি কোনও দুঃখ-হতাশা থেকে, মানে বয়ফ্রেন্ড না থাকার দুঃখ-হতাশা থেকে এই পোস্ট করেননি। ফ্লাইটে উঠেই আগে মা-বাবাকে ফোন করতাম, মেয়ে নেহাত ছোট সে তার পড়াশোনার জগৎ নিয়ে আছে, আইসিএসই দিচ্ছে। তাই ওকে বিরক্ত করি না। বাবা চলে যাওয়ার পর অনুভব করলাম, সত্যিই তো আমার কেউ নেই যাকে ঠিকঠাক পৌঁছানোর খবর দেব। তাই হালকা চালে বয়ফ্রেন্ডের বিষয় বলি।’

শ্রীলেখা আরও লিখেছেন, ‘প্রচুর ফ্যান-ফলোয়ারের ভিড়ে হ্যাঁ বিশেষ কেউ এখন আর নেই। কখনও হয়তো মিস করি, অধিকাংশ সময় করি না। প্রেমটা এখন আর ঠিক আসে না। তাই আমার রোমান্টিসিজম প্রকৃতি নিয়ে, নিজেকে নিয়ে, নিজের চিন্তা-ভাবনা নিয়ে।’

কিছুটা ক্ষোভের সুরে শ্রীলেখা লেখেন, ‘কূপমণ্ডূক মানুষ বৃত্তের বাইরে ভাবতে পারে না, তার ফল যা হওয়ার তাই হয়। শ্রীলেখাকে বোঝা আপনাদের সিলেবাসের মধ্যে পড়ে না বুঝি! শ্রীলেখা নিজেকে ভালবাসে আর তাতেই মগ্ন থাকে।’

উল্লেখ্য, ২০০৩ সালে শিলাদিত্য স্যান্যালকে বিয়ে করেছিলেন শ্রীলেখা। এক দশক সংসার করার পর ২০১৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

কেআই