আবারও পিছিয়ে দেওয়া হলো শাহিদ কাপুর-ম্রুণাল ঠাকুর অভিনীত 'জার্সি' ছবির মুক্তির তারিখ! তার মানে চলতি বছর আর মুক্তি পাচ্ছে না বহু প্রতীক্ষিত এই ছবিটি। আগামী ৩১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে এই ছবি রিলিজ না করার সিদ্ধান্ত নিয়েছেন ছবির নির্মাতারা। এর আগেও করোনার কারণে পিছিয়েছিল 'জার্সি'র মুক্তির তারিখ।

এদিকে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রের বিশেষ কমিটি ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে, জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে ভারতে তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে। দেশের রাজধানীর পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। দ্রুত জারি হয়েছে হলুদ সতর্কতা। মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকার সেখানকার সমস্ত প্রেক্ষাগৃহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, একই কারণে মহারাষ্ট্রেও মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা হচ্ছে সিনেমা হল।

ওমিক্রন সংক্ৰমণ বাড়লে অন্যান্য রাজ্যেরও সিনেমা হলের উপর একই নির্দেশের কোপ পড়বে তা ভেবে ছবিটির মুক্তির তারিখ  পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোমল নাহাতা ও তরণ আদর্শের মতো দুই সিনেমা ট্রেড অ্যানালিস্টরাও টুইট করে এই খবরের সত্যতা নিশ্চিত করেন।

প্রসঙ্গত, একজন প্রতিভাবান কিন্তু অসফল ক্রিকেটারের গল্প বলবে জার্সি। ছেলের ইচ্ছা পূরণের জন্য চল্লিশ ছুঁইছুঁই সেই ক্রিকেটার ফের একবার ব্যাট হাতে তুলে নেবে। কারণ ছেলের ইচ্ছা বাবা তাঁকে উপহার দিক টিম ইন্ডিয়ার জার্সি। গৌতম তিন্নানাউরি পরিচালিত জার্সি একই নামের তেলুগু ছবির রিমেক। এই ছবিতে দেখা মিলবে শাহিদের বাবা পঙ্কজ কাপুরেরও।

এসকেডি