‘একদিন ঘুম ভাঙা শহরে’ (এলআরবি), ‘হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়’ (রেনেসাঁ), ‘আজ যে শিশু’ (রেনেসাঁ), ‘হে বাংলাদেশ তোমার বয়স হলো কত’ (রেনেসাঁ), ‘চায়ের কাপে পরিচয়’ (সোলস), ‘আমি ভুলে যাই তুমি আমার নও’ (পার্থ বড়ুয়া), ‘সময় যেন কাটে না’ (সামিনা চৌধুরী) প্রভৃতি জনপ্রিয় গানের গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী। আরও নান্দনিক সব গান উপহার দিয়েছেন তিনি।

এবার নিজের লেখা গীতিকবিতার সংকলন নিয়ে আসছেন দেশ বরেণ্য এই গীতিকবি। যার শিরোনাম ‘একদিন ঘুম ভাঙা শহরে’। এটি মূলত তার কথায় এলআরবির বিখ্যাত গান। বইতে ৫০টি গীতিকাব্যের সঙ্গে থাকছে গিটার কর্ডস ও অলংকরণ।

বইটি নিয়ে গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘বাংলাদেশের ৫০ বছর উপলক্ষে ৫০টি গীতিকবিতা নিয়ে বইটি প্রকাশ করা হচ্ছে। কাজ শুরু হয় প্রায় মাস ছয়েক আগে। শেষ পর্যন্ত বইটি সময় মতো প্রকাশিত হচ্ছে জেনে ভালো লাগছে।’

তিনি আরও যোগ করেন, ‘যাঁরা দীর্ঘদিন ধরে আমার লেখা গান আগ্রহের সঙ্গে শুনে আসছেন, আমার লেখা পড়ে আসছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আজব প্রকাশকে ধন্যবাদ।’

বইটি নিয়ে আসছে আজব প্রকাশ। এইমধ্যে বইটির প্রি অর্ডার নেওয়া শুরু হয়েছে। ৩১ জানুয়ারি ২০২২ পর্যন্ত ২৫% ছাড়ে বইটি অর্ডার করতে ইনবক্স করুন আজব প্রকাশের ফেসবুক পেজে।

জানা গেছে, বইটির মুদ্রিত মূল্য ৩৭৫ টাকা। আর প্রি অর্ডার মূল্য ২৮০টাকা।

আরআইজে