মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ঘোষণা করা হয়েছে ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ীদের তালিকা। এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিজয়ীদের নাম প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। এবার ২৭টি বিভাগে ৩১জনকে পুরস্কার দেওয়া হচ্ছে।

যেখানে সেরা গায়িকা হিসেবে যৌথভাবে পুরস্কার পাচ্ছেন ২০০৯ সালের চ্যানেল আই ‘সেরাকণ্ঠ’ বিজয়ী সোমনূর মনির কোনাল। ‘বীর’ সিনেমার একটি গানের জন্য প্রথমবারের মতো রাষ্ট্রীয় এই সম্মান পাচ্ছেন তিনি। আর কোনালের এই অর্জনে দারুণ খুশি জাতীয় চলচ্চিত্র পুরস্করপ্রাপ্ত আরেক গায়িকা আঁখি আলমগীর।

বিশেষ দিনে কোনালের সঙ্গে দুইবার দেখা হয়েছেও আঁখির। আর সে সময় তার ভালোবাসা ও শ্রদ্ধায় আপ্লুত নায়ক আলমগীরের কন্যা।

বড় বোন আঁখি ছোট বোন কোনালের প্রশংসা করে বলেন, ‘কিছু আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। প্রকাশে আমি বরাবরই দুর্বল। গতকাল তোমার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির খবরটা আমাকে ভীষণ আনন্দ দিয়েছে। খবরটা শোনার আগে এবং পরে গতকাল দুবার দেখা হওয়াটাও কাকতালীয়। সবি ম্যাজিকাল ছিল। এরপরে তুমি চমকে দিয়ে আমাকে পা ছুঁয়ে সালাম করলে। এত মানুষের ভিড়ে আমাকেই! নতুনভাবে তোমার ভালোবাসা, সম্মান আমাকে কেমন করে দিলো, আমি আবেগে হতবিহ্বল হয়ে গেছি। সম্মান করাটাও একটা বিরাট গুণ যা শিল্পীদের মাঝে থাকতে হয়, কিন্তু কজনের তা আছে।’

আঁখি আরও যোগ করেন, ‘এমন প্রাপ্তি তোমার আরও হবে, আরও হোক এই দোয়া রইল। ফলবতী বৃক্ষ হয় নত, এই কথাটা মননে ধারণ করে তোমার আগামী হোক সমৃদ্ধ।’

আরআইজে