আফগানিস্তানের বিপক্ষে রূপকথার মতো এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ধুঁকতে থাকা ম্যাচে শেষ পর্যন্ত টাইগাররা জিতেছে ৪ উইকেটে। প্রায় হেরে যাওয়া ম্যাচে দারুণ এই ‘ফাইটব্যাক’-এ আনন্দের বন্যা বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই ম্যাচে সপ্তম উইকেট জুটিতে রেকর্ড অপরাজিত ১৭৪ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান দুই লোয়ার-মিডল অর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ। দুজনকেই প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন ভক্তরা।

শোবিজ তারকারাও শামিল হয়েছেন এই আনন্দযজ্ঞে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও মডেল ইরফান সাজ্জাদ বাংলাদেশের জয়ের পর ফেসবুকে করেন মজার এক পোস্ট। তিনি লেখেন, ‘কী রোমান্টিক একটা খেলা দেখাল আফিফ আর মেহেদী! পুরাই সিনেমা।’

সিনেমার মতো গল্পের অবতারণা করে ম্যাচটি জেতাতেই মূলত এমন পোস্ট করেন তরুণ এই অভিনেতা। ম্যাচের মতো তার এই পোস্টও দর্শকদের দিয়েছে বাড়তি আনন্দ। 

পরে ঢাকা পোস্টকে টাইগারভক্ত ইরফান সাজ্জাদ বলেন, ‘আজকের খেলাটা আমার কাছে মনে হয়েছে কোনো অংশে সিনেমার চেয়ে কম নয়। পুরো একটা দুর্দান্ত থ্রিলার সিনেমার পাণ্ডুলিপি এটি। আমি যখন বাংলাদেশের ব্যাটিং দেখতে বসি, দেখি সঙ্গে সঙ্গে ৩ উইকেট নেই। এরপর গোসল করে এসে দেখি আরও ৩ উইকেট নেই! মানে ৬ উইকেট শেষ। তখন মনে হচ্ছিল এত বছর ধরে ক্রিকেট খেলে আমরা আফগানিস্তানের সঙ্গে এভাবে লজ্জাজনকভাবে হারব!’

তারপরও ম্যাচটি নিয়ে আশা ছিল জানিয়ে এই অভিনেতা বলেন, ‘কিন্তু এরপরও একটা মুহূর্তের জন্যেও আমি টিভি থেকে সরিনি। আমার কেন যেন মনে হচ্ছিল, এই দুইটা ছেলে আজ আমাদের জিতিয়েও দিতে পারে। এরপর পুরো ইনিংসটাকে সিনেমার গল্পের মতো এগিয়ে নিয়ে গেছে তারা। দেশকে উপহার দিয়েছে দুর্দান্ত এক জয়। এই ম্যাচটি ছিল আমার কাছে সত্যিকার অর্থেই আড়াই ঘণ্টার রোমান্টিক এক সিনেমা!’

উল্লেখ্য, আফিফ ও মিরাজের জুটি ধ্বংসস্তূপ থেকে ফিরিয়েছে বাংলাদেশ দলকে। সপ্তম উইকেটে বাংলাদেশের আগের রেকর্ড (১২৭) টপকে নতুন রেকর্ড (১৭৪) গড়েন এ দুজন। তাদের ব্যাটে চেপে প্রায় হেরে যাওয়া ম্যাচে জয়ের হাসি হাসে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ।

আরআইজে/জেএস