ওটিটি নিয়ে আসছেন শাহরুখ খান! ট্রিট চাইলেন সালমান
বলিউড বাদশা শাহরুখ খান কী তবে এবার নিজের নামে ওটিটি নিয়ে আসছেন। শাহরুখ নিজেই সে ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘ওটিটির দুনিয়ায় কিছু একটা হতে চলেছে।’ এছাড়া লিখেছেন, ‘এসআরকে প্লাস’ দ্রুতই আসছে।
শাহরুখর খানের সংক্ষিপ্ত রূপ ‘এসআরকে’। তবে ওটিটিতে এর সঙ্গে প্লাস যোগ করে ‘এসআরকে প্লাস’ নামটি বেছে নিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ‘অবশেষে শাহরুখ খান নিজের ওটিটির ঘোষণা দিলেন, বললেন কিছু একটা হতে যাচ্ছে।’
তবে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট ভারতের সংবাদমাধ্যম এবিপি আনন্দকে রহস্য রেখে জানিয়েছে, ‘এটা কোনও ওয়েব প্ল্যাটফর্ম বা ওয়েব সিরিজ নয়। সম্পূর্ণ ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।’
বিজ্ঞাপন
বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামা জানাচ্ছে, ডিজনি প্লাস হটস্টারে দ্রুতই আত্মপ্রকাশ করবেন শাহরুখ। সেখানেই এসআরকে প্লাস নামে নতুন ফিচার যুক্ত হতে পারে; দ্রুতই এই প্রসঙ্গে বিস্তারিত ঘোষণা আসবে।
এমন গুঞ্জনের মাঝে শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়ে মজা করেছেন বন্ধু সালমান খান। এক রিটুইটে সালমান লিখেছেন, ‘আজকে কী পার্টি তোমার পক্ষ থেকে? নতুন অ্যাপ এসআরকে প্লাসের জন্য শুভকামনা।’ এছাড়া নির্মাতা অনুরাগ কাশ্যপ, করণ জোহরসহ অনেকেই শাহরুখকে শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি প্রকাশ্যে এসেছে শাহরুখ খানের নতুন সিনেমা 'পাঠান'-এর টিজার। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ও যশ রাজ ফিল্মসের প্রযোজনায় 'পাঠান' মুক্তি পাবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন।