গতকাল ৩ জুন মুক্তি পেল বলিউডের বহু প্রতীক্ষিত সিনেমা পৃথ্বীরাজ। সম্রাট পৃথ্বীরাজের চরিত্রে অক্ষয় কুমারকে দেখতে বহুদিন ধরেই অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা। এরইমধ্যে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে করমুক্ত হলো এই সিনেমা। 

সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার থেকেই উত্তরপ্রদেশে এই সিনেমা করমুক্ত করে দেওয়া হয়েছে। লক্ষ্নৌতে সিনেমার স্পেশাল স্ক্রিনিং দেখার পর এ সিদ্ধান্ত নেন যোগী আদিত্যনাথ। 

সিনেমাটিকে করমুক্ত করার পেছনে যেসব কারণ রয়েছে তা হলো- করমুক্ত করা হলে বেশি মানুষ সিনেমাটি দেখার সুযোগ পাবে, এটি শিক্ষামূলক সিনেমা, তাই একে করমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে যোগী আদিত্যনাথের সুরে সুর মিলিয়ে কথা বলেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।  

টুইটারে তিনি লিখেছেন, যুব সমাজের প্রত্যেকের এই সিনেমা দেখা উচিত। তাই সিনেমাটি করমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাতৃভূমিকে রক্ষা করার যে লড়াই, সেই অনুপ্রেরণাই প্রদান করে সম্র্রাট পৃথ্বীরাজের জীবন। 

একই পথে হেঁটেছে উত্তরাখন্ডও। মুখ্যমন্ত্রী পুস্কর সিং ঢামিওপৃথ্বীরাজকে করমুক্ত করার কথা ঘোষণা করেছেন।

এর আগে ‘দ্য কাশ্মির ফাইলস’ করমুক্ত করেছিল সরকার। 

কয়েকদিন আগেই ‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমার নামকরণ নিয়ে আপত্তি তুলে মামলা করেছিল কর্ণি সেনা। এমনকি, এই সিনেমা মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানানো হয়েছিল কর্ণি সেনার তরফ থেকে। ঐতিহাসিক প্রেক্ষাপটে এর আগেও বহুবার ছবি তৈরি হয়েছে বলিউডে। তবে সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মাবত’ সিনেমা যেভাবে কর্ণি সেনার রোষে পড়েছিল, সেই রকম ঘটনা অবশ্য আর ঘটেনি।

এনএফ