২০২০ সালের ১৪ জুন আচমকাই ঘুমের দেশে পারি দিয়েছিলেন বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর একমাস পর মুক্তি পেয়েছিল তার শেষ সিনেমা দিল বেচারা।  

এ সিনেমার শ্যুটিং শেষ হয়ে গিয়েছিল। কিন্তু বাকি ছিল ডাবিংয়ের কাজ। সুশান্তের সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য ছবির নির্মাতারা আরজে আদিত্যকে বেছে নিয়েছিলেন। 

এক সাক্ষাৎকারে আদিত্য বলেছিলেন, সুশান্ত সিং রাজপুতের মতো একজন অভিনেতার জন্য ডাবিং করা কিন্তু মুখের কথা নয়। এর জন্য যথেষ্ট প্রস্তুতি নিতে হয়েছিল। কণ্ঠের মধ্যে যেমন দৃঢ়তা প্রয়োজন ছিল তেমনই দরকার ছিল আবেগ। দুইয়ের মিশেলে সুশান্তের জন্য ডাবিং করার কাজটা ছিল বেশ কঠিন।  

বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল দিল বেচারা। টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করেছিলেন সুশান্ত।  

এনএফ