অবশেষে পাসপোর্ট ফিরে পেলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বুধবার (১৪ জুলাই) মুম্বাইয়ের বিশেষ আদালত তার পাসপোর্ট ফিরিয়ে দিয়েছেন। বিশেষ আদালতের বিচারক ভিভি পাটিলই আরিয়ানের পাসপোর্ট ফেরত দেওয়ার পক্ষে রায় দেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মাদক মামলা চলাকালীন পুলিশি হেফাজতে ছিলেন আরিয়ান। সেই সময় আরিয়ান খানের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছিল। মাদক মামলায় আরিয়ানকে বেকসুর খালাস দেওয়া হলেও ফেরত দেওয়া হয়নি তার পাসপোর্ট। তাই গত ৩০ জুন পাসপোর্ট ফিরে পাওয়ার জন্য আবেদন জানান আরিয়ান খান। বুধবার শেষ পর্যন্ত সেই পাসপোর্ট হাতে পেলেন শাহরুখ খানের পুত্র। 

গত ২৮ মে এনসিবি স্পেশাল ইনভেস্টিগেশন টিম মাদক মামলায় বেকসুর খালাস করে শাহরুখ পুত্র আরিয়ান খানকে। কিন্তু মাদক মামলায় ক্লিক চিট পেলেও এতদিন ধরে হাতে পাননি পাসপোর্ট।

উল্লেখ্য, গত বছর ৩ অক্টোবর মুম্বই বন্দরে দাঁড়িয়ে থাকা এক প্রমোদতরী থেকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়েছিল আরিয়ান খানকে। আদালতে একাধিক শুনানি হয়। নাটকীয়তার মধ্যে দিয়েই গত ২৮ অক্টোবর জামিন পান শাহরুখ পুত্র। মুম্বাই হাইকোর্টের নির্দেশে ৩০ অক্টোবর ছাড়া পান আরিয়ান। 

সূত্র : এইসময়

জেডএস