বলিউডের জনপ্রিয় তারকা আমির খান। দীর্ঘ ক্যারিয়ারে অনেকগুলো হিট সিনেমা উপহার দিয়েছেন। যশ, খ্যাতি, অর্থ কোনো কিছুতেই কমতি নেই তার। তবে ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর জীবনের শুরুটা এত সহজ ছিলো না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, স্কুলে থাকার সময় তার ও তার ভাইবোনদের বেতন দিতে দেরি হতো। আর এ নিয়ে কতটা ভয়ে ভয়ে থাকতেন।

সাক্ষাৎকারে আমির বলেছিলেন সেই ৮টা বছরের কথা। যখন তাদের পরিবারের খুব টানাটানি চলছিল। সেই সময় স্কুলের বেতন দিতেও দেরি হয়ে যেতো। আমির জানান, তাদের স্কুলের ফি ছিল কিছুটা এরকম-ক্লাস সিক্সে ৬ টাকা, সেভেনে ৭ টাকা, ক্লাস এইটে ৮ টাকা। তা সত্ত্বেও আমির ও তার ভাইবোনরা ‘সময়ে বেতন দিতে পারতেন না’।

এক-দুবার সাবধান করে দেওয়ার পর, প্রিন্সিপাল তাদের নাম ঘোষণা করে দিতো অ্যাসেম্বলিতে, গোটা স্কুলের সামনে। এই কথা বলতে গিয়ে সেই সাক্ষাৎকারে কেঁদেও ফেলেন আমির।

বলিউডের প্রযোজক তাহির হুসেন আর তার স্ত্রী জিনাত হুসেনের ছেলে আমির। চার ভাইবোন ফয়সাল, ফারহাত আর নিখাতের মধ্যে তিনিই বড়। ১৯৭৩ সালে ‘ইয়াদো কা বারাত’ ছবি দিয়ে আমিরের ক্যারিয়ারের শুরু। এরপর বড় হয়ে ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তাক’-এ কাজ করেন জুহি চাওলার বিপরীতে। তাহির আমির খানের একটি ছবিই প্রযোজনা করেছিলেন, আর তা হল ১৯৯০ সালে ‘তুম মেরে হো’।

বলিউডে দীর্ঘ ক্যারিয়ারে যেমন একাধিক অ্যাওয়ার্ড পেয়েছেন, তেমন হিট ছবির লিস্টও লম্বা আমিরের। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য-‘দিল’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘সরফরোশ’, ‘রং দে বাসন্তি’, ‘লাগান’, ‘তারে জমিন পার’, ‘গজনি’, ‘থ্রি ইডিয়টস’, ‘ধুম ৩’, ‘পিকে’, ‘দঙ্গল’ প্রভৃতি।

তবে এবার চার বছর পর ‘লাল সিং চাড্ডা’ দিয়ে বড় পর্দায় ফিরছেন আমির খান। ১৯৯৪ সালে অস্কার পাওয়া ছবি ফরেস্ট গাম্পের হিন্দি রিমেকটি নিয়ে প্রথম থেকেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। তবে ছবি মুক্তির আগে থেকেই এই সিনেমা বয়কট করার ডাক উঠেছে। যার কারণ হল আমিরের ২০১৫ সালে দেওয়া এক সাক্ষাৎকার। যেখানে তিনি ও তার স্ত্রী কিরণ রাও বলেছিলেন ভারতের পরিস্থিতি দিনদিন অসহিষ্ণু হয়ে পড়ছে। তাই কখনও কখনও তারা ছেলেকে নিয়ে দেশ ছাড়ার কথাও ভাবেন। যদিও পরে আমির জানিয়েছিলেন তার কথার ভুল মানে করা হয়েছে। ভারত ছাড়ার কোনও ইচ্ছেই তার নেই। 

সূত্র : হিন্দুস্তান টাইমস