ভারতের কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দিল্লির এমস হাসপাতালে চিকিৎসাধীন। দুঃসংবাদ হলো- চিকিৎসায় আর সাড়া দিচ্ছে না রাজু। তার মস্তিষ্ক কাজ করছে না। 

বৃহস্পতিবার এমনই আশঙ্কার খবর অনুরাগীদের জানালেন কমেডিয়ান সুনীল পাল। সুনীল পাল একটি ভিডিও পোস্ট করেন সেখানে তিনি বলেছেন, কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে। তার মস্তিষ্ক কাজ করছে না। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। অনুরাগীদের কেবল শিল্পীর জন্য প্রার্থনা করার কথা বলেছেন। 

সুনীল পাল আরও বলছেন, রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক। চিকিৎসকেরা বুঝতে পারছেন না কী করা উচিত। তারা সাধ্য মতো চেষ্টা করছেন ওনাকে সুস্থ করে তোলার। ওনার মস্তিষ্ক কাজ করছে না। কেবল প্রার্থনা করুন উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মধ্যে। 

১০ অগাস্ট জিম করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজু। হাসপাতালে নেওয়ার পর পরই তাকে নেওয়া হয় ভেন্টিলেশন সাপোর্টে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, হার্ট অ্যাটাক হয়েছে তার। 

এনএফ