বলিউডের দারুণ জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জলি এলএলবি’। ব্ল্যাক কমেডি ধাঁচের এই সিরিজের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দুটিই পেয়েছে দর্শকপ্রিয়তা। হাস্যরসের মধ্য দিয়ে দেশ ও সমাজের অসঙ্গতি এবং আইনি লড়াইয়ের চিত্র দেখানো হয়েছে সিনেমা দুটিতে।

২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘জলি এলএলবি’। যেখানে জলি রূপে আরশাদ ওয়ার্সি দর্শকের মন জয় করেন। এরপর ২০১৬ সালে মুক্তি পায় ‘জলি এলএলবি ২’। এতে জলির ভূমিকায় দেখা যায় অক্ষয় কুমারকে।

ছয় বছর পর এবার শুরু হতে যাচ্ছে এই সিরিজের তৃতীয় সিনেমার কাজ। হ্যাঁ, আসছে ‘জলি এলএলবি ৩’। আগামী বছরই শুরু হবে এর শুটিং। চমকপ্রদ ব্যাপার হলো, এই সিনেমায় এক জলি নয়, দুই জলিকেই দেখা যাবে! অর্থাৎ অক্ষয় ও আরশাদ দু’জনই থাকছেন সিনেমাটিতে।

পিঙ্কভিলার সূত্র বলছে, প্রথম দুটি সিনেমার মতো এটিও বানাবেন সুভাষ কাপুর। নতুন কিস্তিতে দুই জলির মধ্যকার আইনি লড়াই দেখানো হবে। এর সঙ্গে বরাবরের মতো হাস্যরস তো থাকছেই। বিচারক হিসেবে এবারও দেখা যাবে সৌরভ শুক্লাকে।

প্রসঙ্গত, অক্ষয় কুমারকে সর্বশেষ দেখা গেছে ‘রক্ষা বন্ধন’ সিনেমায়। আলোচিত সিনেমাটি গত ১১ আগস্ট মুক্তি পায়। তবে বক্স অফিসে সুবিধা করতে পারেনি। ৭০ কোটি রুপিতে নির্মিত এই সিনেমা এখনো বাজেটও তুলতে পারেনি।

অন্যদিকে আরশাদ ওয়ার্সিকে সর্বশেষ দেখা গেছে ‘বচ্চন পাণ্ডে’ সিনেমায়। যেখানে তিনি অভিনয় করেন অক্ষয় কুমার ও কৃতি শ্যাননের সঙ্গে। সিনেমাটি গত ১৮ মার্চ মুক্তি পেয়েছিল।

কেআই