বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের নাতনি নব্য নভেলি। অনেকদিন ধরে শোনা যাচ্ছিল বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদির সঙ্গে প্রেম করছেন তিনি। কিছুদিন আগে মণীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে নব্য-সিদ্ধান্তকে একসঙ্গে দেখা গিয়েছিল। ফলে চলমান গুঞ্জন আরও জোরালো হয়।

সম্প্রতি অভিনেতা তার পরবর্তী সিনেমা ‘ফোন ভূত’-এর প্রমোশনে গিয়ে এক ইন্টারভিউতে নিজেকে সিঙ্গেল বলে দাবি করলেন। নাচক করে দেন নব্য নভেলির সঙ্গে সম্পর্কের কথা।

সেই ইন্টারভিউতে সিদ্ধান্তকে বলা হয় তার একটি গুজবের কথা বলতে যা সত্যি হলে ভালো হতো। এই বিষয়ে সিদ্ধান্ত গুডটাইমসকে বলেন, ‘তিনি যে প্রেম করছেন, কাউকে দেখছেন, সেটা সত্যি হলে ভালো হতো।’

অভিনেতা জানান, তাদেরকে মণীশ মালহোত্রার পার্টিতে দেখা গেলেও তারা একত্রে সেখানে যাননি। তবে পাপারাজ্জিরা তাদের সঙ্গে মজা করেন। সিদ্ধান্তকে বলেন, ‘দাঁড়িয়ে যান না, নব্যজী আসছেন তো। ' অন্যদিকে নব্য নভেলিকে বলেন, 'নব্য কেউ আপনার অপেক্ষা করছে তো।’ কিন্তু এই বিষয়ে তারা কেউই মুখ খোলেননি।

২০১৭ সালে ‘লাইফ সহি হ্যায়’ নামক একটি সিরিয়াল দিয়ে ক্যারিয়ার শুরু করেন সিদ্ধান্ত চতুর্বেদি। এরপর তিনি খ্যাতি অর্জন করেন ‘গালি বয়’ সিনেমায় অভিনয় করে।

উল্লেখ্য, শুক্রবার (৪ নভেম্বর) মুক্তি পাচ্ছে সিদ্ধান্ত চতুর্বেদি অভিনীত ‘ফোন ভূত’। হরর কমেডি ঘরানার এই সিনেমায় আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, ঈশান খট্টর প্রমুখ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরআইজে