সিনেমা ব্যর্থ হলে দায়টা শুধু অভিনেতার কাঁধেই বর্তায়। অমুক হিরোর ছবি ফ্লপ কিংবা ডিজাস্টার তকমা পেয়েছে। কিন্তু কেউই বলে না, অমুক নির্মাতার ছবি বক্স অফিসে ভালো করেনি কিংবা গল্পকারের নামও নেওয়া হয় না। সম্প্রতি এই বিষয়টি নিয়েই মুখ খুলেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।

নওয়াজ জানান, কোনো ছবি ব্যর্থ হলে দায়ভার সকলেরই নেওয়া উচিত। একজনের কারণে সিনেমা চলবে না এটা হতে পারে না। এক্ষেত্রে দোষ সবারই থাকতে পারে বলেও অভিমত দেন তিনি।

সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে নওয়াজ বলেন, ‘আমি কখনও হেরে যাই না। কঠোর পরিশ্রম করতেই রাজি। হ্যাঁ, এবার প্রশ্ন থাকে আমি কাজটা সততার সঙ্গে করছি নাকি না। কিন্তু তার অর্থ এটা নয়, যে সিনেমা না চললে সব দোষ আমার।’

অভিনেতার কথায়, ‘একটি ছবির সঙ্গে জড়িয়ে থাকে অনেক কিছু। নির্দেশনা খারাপ হতে পারে। চিত্রনাট্য খারাপ হতে পারে। বক্স অফিসে ছবি ফ্লপ করলে একজন পরিচালককে কেউ দোষ দেয় না। আমরা সবসময় একজন অভিনেতার ঘাড়ে সবকিছু ঠেলে দিই। তাকে খারাপ করি, যে এই হিরোর সিনেমা চলল না।’

কথা প্রসঙ্গে নওয়াজ এবার টেনে আনলেন শাহরুখের ছবির কথা। কিং খানের ছবিও তো বক্স অফিসে ব্যর্থ হয়, এখানে দোষটা কার? নির্মাতা কিংবা চিত্রনাট্যকার যে কেউই দায়ী হতে পারেন।

তার ভাষায়, ‘যখন একজন সুপারস্টার কোনো ছবিতে কাজ করেন তখন কিন্তু বিরাট সংখ্যক ফ্যান এমনিই সেই ছবি দেখতে আসেন। শাহরুখ এতগুলো মানুষকে টেনে আনছেন। বলা উচিত তার নামেই অগণিত মানুষ সেই ছবি দেখবে, রীতিমতো উপহারের স্বরূপ। তাহলে এক্ষেত্রে কার দোষ?’

কেএইচটি