‘বাহুবলী’র হিন্দি সংস্করণে প্রভাসের গলায় স্বর দিয়ে তাক লাগিয়ে দেন সবাইকে। এত নিখুঁত কণ্ঠ কেউ যেন বিশ্বাসই করতে চাইবেন না এটা প্রভাসের গলা না। অনেকের মতে, বলিউড অভিনেতা শরদ কেলকারের দরাজ কণ্ঠের কারণেই হিন্দি মার্কেটে ছবিটি এতটা সফলতা পেয়েছিল।

‘বাহুবলী’র পর আবারও প্রভাসকে কণ্ঠ ধার দেবেন শরদ। ‘আদিপুরুষ’ সিনেমার হিন্দি সংস্করণে প্রভাসের গলায় বসবে শরদের আওড়ানো সংলাপ। বারবার তিনিই যেন প্রভাসের ভরসা। এ নিয়ে শরদের অভিজ্ঞতা কেমন?

শরদ বলেন, ‘ওম রাউত শুরু থেকেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, তিনি আমার কণ্ঠই চান। আমারও এতে খুব গর্ববোধ হয়। শ্রীরামের চরিত্রে কণ্ঠ দেব, এ যে পরম সৌভাগ্য! এতদিন ‘বাহুবলী’র কণ্ঠে মানুষ আমায় মনে রেখেছিলেন, এবার রাখবেন শ্রীরামের কণ্ঠে। মনে হচ্ছে শ্রীরাম নিজেই আমায় এই কাজের দায়িত্ব দিয়েছেন।’

যার কণ্ঠ নিয়ে এত আলোচনা এত উন্মাদনা। সেই শরদ কিন্তু প্রথম প্রথম কথা বলতে গেলে তোতলাতেন। মুখে কথা জড়িয়ে যেত। তারপরই জেদ চেপে বসে তার। তার কথায়, ‘আমি ঘটনাচক্রে অভিনেতা হয়েছি। কখনও প্রশিক্ষণ নিইনি। প্রতিদিন শুধু শিখেছি। কথা বলার জড়তা অতিক্রম করে ক্যামেরার সামনে এসেছি। আমার স্ত্রীই আমার গুরু ছিলেন। বিয়ের পর দীর্ঘ দু’বছর তিনি আমায় শিখিয়ে গিয়েছেন।’

সূত্র : আনন্দবাজার

কেএইচটি