বিশ্বজুড়ে বলিউড তারকাদের পরিচিতি ব্যাপক। শাহরুখ, সালমান, আমির, দীপিকাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীর সংখ্যা হলিউড তারকাদের চেয়ে কোনো অংশে কম নয়। সবাই উৎসুক থাকেন প্রিয় তারকার খুঁটিনাটি জানতে। এই যেমন অনেকেই জানতে চান তাদের প্রিয় তারকার দেহরক্ষীরা কে কত বেতন পান।

সম্প্রতি বলিউড অভিনেতা সালমান খানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেননা দিন কয়েক আগেই হুমকি পেয়েছেন তিনি। তারই জেরে চব্বিশ ঘণ্টা সালমানের নিরাপত্তায় পুলিশের দু’জন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর এবং ৮-১০ জন পুলিশ কনস্টেবল মোতায়েন থাকছেন।

এই নিরাপত্তার খুঁটিনাটি দেখভাল করছেন সালমানের ব্যক্তিগত দেহরক্ষী শেরা। তাকে পরিবারের সদস্যের মতোই দেখেন সালমান। দীর্ঘ ২৯ বছর ধরে সালমানের সঙ্গে রয়েছেন শেরা। বলিপাড়া সূত্রে খবর, প্রতি মাসে ১৫ লাখ টাকা উপার্জন করেন তিনি।

বলিউড বাদশাহ শাহরুখ খানের ব্যক্তিগত দেহরক্ষী রবি সিং। রবি আসলে শাহরুখের ছায়ার মতো। ছবির প্রচার হোক বা জন্মদিনের পার্টি— অভিনেতাকে এক মুহূর্ত একা ছাড়েন না রবি।

শুধুমাত্র শাহরুখ নন, খান পরিবারের সদস্যদেরও নিরাপত্তা দিয়ে থাকেন রবি। কানাঘুষা শোনা যায় যে, শেরার চেয়েও বেশি পারিশ্রমিক পান রবি। মাসিক বেতন জানা না গেলেও বলিপাড়া সূত্রে খবর, বছরে আড়াই কোটি টাকার বেশি পারিশ্রমিক পান তিনি।

পারিশ্রমিকের তুলনায় খুব একটা পিছিয়ে নেই বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের নিরাপত্তারক্ষী জিতেন্দ্র শিন্ডেও। ২০২১ সালের আগস্ট মাস পর্যন্ত অমিতাভের সব সময়ের সঙ্গী হিসেবে থাকতেন জিতেন্দ্র। পরে অবশ্য নিয়মভঙ্গের জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হয়।

২০১৫ সালে অমিতাভের ‘সিকিউরিটি কভার’ হিসেবে কাজ করা শুরু করেছিলেন জিতেন্দ্র। মুম্বাই পুলিশে কনস্টেবল পদে চাকরি করতেন তিনি। পদোন্নতি হয়ে অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী পদে যুক্ত হন জিতেন্দ্র।

বলিপাড়া সূত্রে খবর, নিরাপত্তারক্ষী হিসেবে প্রতি বছর দেড় কোটি টাকা উপার্জন করতেন জিতেন্দ্র। বর্তমানে নিজস্ব গোয়েন্দা সংস্থা খুলেছেন তিনি।

অক্ষয় কুমার প্রাণরক্ষার প্রয়োজনে ছায়াসঙ্গীর মতো যিনি থাকেন তার নাম শ্রেশে ঠালে। বাড়ির বাইরে পা ফেললেই অভিনেতার নিরাপত্তার দায়িত্ব থাকে তার ওপর। এমনকী কোনও জনসমাগমে অনুরাগীরা অক্ষয়কে ঘিরে ধরলে দুই পক্ষের মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়ে পড়েন শ্রেশে।

শুধুমাত্র অক্ষয়কেই নয়, অভিনেতার পুত্র আরভের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন শ্রেশে। সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রতি বছর ১ কোটি ২০ লাখ টাকা পারিশ্রমিক পান তিনি।

তবে বার্ষিক উপার্জনের ক্ষেত্রে অমিতাভ এবং অক্ষয়ের নিরাপত্তারক্ষীকে টক্কর দিয়েছেন যুবরাজ ঘোরপাড়ে। বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তিনি।

শুধু ভারতেই নয়, বিদেশের বি‌ভিন্ন প্রান্তে ঘুরতে গেলেও আমিরের সার্বক্ষণিক ছায়াসঙ্গী হিসেবে দেখা যায় যুবরাজকে। বলিপাড়া সূত্রে খবর, প্রতি বছর ২ কোটি টাকা পারিশ্রমিক পান তিনি।

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা যায় জালালকে। অভিনেত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তিনি। বহু বছর ধরে দীপিকার নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছেন জালাল। বলিপাড়া সূত্রে খবর, প্রতি বছর ১ কোটি ২০ লাখ টাকা পারিশ্রমিক পান তিনি।

জালালের মতো সমপরিমাণ বেতন পান আনুশকা শর্মার নিরাপত্তারক্ষী সোনু। যদিও তার আসল নাম প্রকাশ সিং। অভিনেত্রী সপরিবারে বাইরে বেরোলে বিরাট কোহলি এবং আনুশকার কন্যা ভামিকার নিরাপত্তার দায়িত্বেও থাকেন প্রকাশ। সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রতি বছর ১ কোটি ২০ লাখ টাকা পারিশ্রমিক পান তিনি।