‘আবর্জনা ফেলার রোল মডেল’ বলে সুস্মিতাকে কটাক্ষ
বলিউডের অন্যতম মেধাবী এবং জনপ্রিয় তারকা হলেন সুস্মিতা সেন। এখন আর পর্দায় তাকে খুব একটা দেখা না গেলেও ভক্তের সংখ্যা কিন্তু কম নয়। তাকে অনুসরণ করেন অনেকেই। তাই হয়ত তার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত ছিল না কারোরই।
কী করেছেন সুস্মিতা? তিনি রাস্তায় প্লাস্টিকের বোতল ছুড়ে ফেলেছেন। রাস্তায় তার এই আবর্জনা ফেলাকে সহজভাবে নিতে পারেনি নেটিজেনরা। অনেকেই কটাক্ষ করেছেন সুস্মিতাকে। তাদের দাবি, রাস্তায় আবর্জনা ফেলার রোল মডেল হয়ে উঠেছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে সাবেক প্রেমিক রোহমান শল ও ছোট মেয়ে আলিশাকে নিয়ে কেনাকাটা করতে বের হয়েছিলেন। ফেরার পথে পাপারাৎজিদের সামনে পড়েন তিনি। সুস্মিতা তাদের সঙ্গে বরাবরই ভালো ব্যবহার করেন। এদিনও ডেকে সবার খবর নেয়। প্রত্যুত্তরে তারাও অভিনেত্রীর খোঁজ নেন।
সুস্মিতা জানান, ভালো আছেন তিনি। কথা বলতে বলতে গাড়িতে উঠে পড়েন। কেনাকাটার ব্যাগ ছিল রোহমানের হাতে। তিনি আলিশাকে গাড়িতে উঠতে সাহায্য করছিলেন।
বিজ্ঞাপন
সুস্মিতা সামনের সিটে ওঠার পরই হঠাৎ পানির খালি বোতল এসে রাস্তায় পড়ে। বোতলটি সুস্মিতা যেখানে বসেছিলেন সেখান থেকেই এসে পড়েছে। এ দৃশ্য পাপারাৎজিদের কেউ ভিডিও করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা শেয়ার করতেই ভাইরাল। নানা মন্তব্য পড়ছে সেখানে। কারও প্রশ্ন, শিক্ষিত নায়িকারাও রাস্তায় এভাবে অশিক্ষিতের মতো বোতল ফেলেন? কারও দাবি, পাশেই রোহমান দাঁড়িয়েছিলেন। তিনি তো বোতলটি তুলে ময়লা ফেলার জায়গায় ফেলে দিতেই পারতেন।
অন্যদিকে, সম্পর্ক নিয়ে বরাবরই স্পষ্টভাবে কথা বলতে ভালোবাসেন সুস্মিতা। এ বিষয়ে কোনো লুকোচুরি পছন্দ নয় তার। সম্পর্কে থাকলেও প্রকাশ্যেই বলেন তিনি। সম্পর্কের ভাঙনের পরও সবার সামনে তা তুলে ধরেন।
গত বছরের শেষে কাশ্মিরি মডেল রোহমানের সঙ্গে সম্পর্কে ইতি টেনে খবরে আসেন সুস্মিতা। অভিনেত্রী জানিয়েছিলেন, রোহমনের সঙ্গে বন্ধুত্ব থাকবে। সেই সময় খবরে এসেছিল বেশ কয়েকদিন ধরেই সুস্মিতা ও রোহনের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল। যার আসল কারণ অবশ্য জানা যায়নি। তবে সেই তিক্ততা যে মিটেছে তা স্পষ্ট রোহমনের ফিরে আসার ঘটনার মাধ্যমে।
/এসএসএইচ/