ঈদের দিন সকালে সাদা পাজামা-পাঞ্জাবি, মাথায় ফেজ টুপি পরে নামাজ পড়ার ভঙ্গিমায় একটি ছবি দেন ভারতীয় সঙ্গীতশিল্পী শান বন্দ্যোপাধ্যায়। শিল্পীর এই ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। একের পর এক প্রশ্নের মুখে পড়েন শিল্পী। অবশেষে এসব নিয়ে মুখ খুললেন শান নিজেই।

একটি ভিডিওর মাধ্যমে নিজের পক্ষের কথাগুলো তুলে ধরেন এ সঙ্গীতশিল্পী।

শান ওই ভিডিওতে প্রশ্ন তোলেন, ‘কিছু দিন আগে আমি স্বর্ণমন্দিরে গিয়ে কাপড় দিয়ে মাথা ঢাকা ছবি দিয়েছিলাম। তখন কিন্তু কেউ প্রশ্ন তোলেননি যে, কেন তিনি শিখদের মতো আচরণ করছেন? তা হলে এখন এই প্রশ্ন কেন?’

শান বলেন, ‘ছোটবেলা থেকেই তিনি যে এলাকায় বড় হয়েছেন, সেখানে খ্রিস্টান ও ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল অনেক বেশি। আমার মুসলিম বন্ধুও রয়েছে, কখনও তাদের আলাদা মনে হয়নি। আমি ভারতীয় হিন্দু, সব ধর্মের প্রতি সমান সম্মান জানাতে জানি। আমি এটাই বিশ্বাস করি এবং প্রত্যেক ভারতীয়েরও এতে বিশ্বাস করা উচিত। সঙ্কীর্ণতা ছেড়ে মুক্তমনা হন। বাকি আপনারা যা ভাল বোঝেন, করুন।’

তবে নিজের ভিডিওতে বেশ কয়েকবার আক্ষেপ প্রকাশ করে শিল্পী বলেন, ‘আগে আমাদের চারপাশটা এমন ছিল না, দিন দিন যেন এই সব সঙ্কীর্ণ চিন্তা ছড়িয়ে পড়ছে।’ সূত্র- আনন্দবাজার

এমজে