দীর্ঘদিন ধরেই লিভারের অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন ভারতের মালয়ালম অভিনেতা হরিশ পেঙ্গন। জরুরী ভিত্তিতে চিকিৎসকরা তাকে একটি লিভার প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছিলেন। 

কিন্তু অর্থকষ্টে থাকায় লিভার প্রতিস্থাপন করতে পারেননি তিনি। ফলে মাত্র ৪৯ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই অভিনেতা। গত মঙ্গলবার কোচির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তার। 

হরিশ পেঙ্গনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সহ-অভিনেতা টোভিনো থমাস। অভিনেতার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে তিনি লিখেছেন, 'আপনার আত্মার শান্তি কামনা করি।

উল্লেখ্য, ক্যারিয়ারে হরিশ পেঙ্গান একাধিক মালায়ালম সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। যার মধ্যে রয়েছে ‘মহেশিন্তে প্রথিকারম’, ‘মিনাল মুরালি’, ‘জো অ্যান্ড জো’ ,‘শেফিকিন্তে সন্তোষম’, এবং ‘জয়া জয়া জয়া জয়া’।

এনএইচ

এনএইচ