সম্প্রতি সুহানা খান, অনন্যা পান্ডে ও শানায়া কাপুরের শৈশবের পুরোনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে, তারা হাতে ওয়াটার গান নিয়ে পোজ দিয়েছেন। সঙ্গে এখনকার একটি ছবি রিক্রিয়েট করে কোলাজ করা।

এই তিন স্টার কিড ছোট থেকেই খুব ভালো বন্ধু। একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছেন তারা। তাদের তিন পরিবারের সবার মধ্যেও সুসম্পর্ক। প্রায়শই তারা পুরোনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

সম্প্রতি শেয়ার করা তাদের শৈশবের পুরোনো একটি ছবিতে দেখা যাচ্ছে, তিন জন হাতে ওয়াটার গান নিয়ে পোজ দিয়েছেন। সঙ্গে এখনকার ছবি রিক্রিয়েট করে কোলাজ করা। সাদা টিশার্টে অনন্যাকে সুন্দর দেখাচ্ছিল, সুহানা পোলকা ডটসহ একটি নীল পোশাক পরেছিলেন। অন্যদিকে শানায়া পরেছিলেন কালো পোশাক। তখনকার এবং এখনকার ছবি দিয়ে অনন্যা একটি জিআইএফ স্টিকার যোগ করেছেন যাতে লেখা ছিল, ‘সিস্টারস ফরএভার’।

শাহরুখ খান ও গৌরী খানের মেয়ে সুহানা। অনন্যা চাঙ্কি পান্ডে এবং ভাবনা পান্ডের মেয়ে। অন্যদিকে শানায়া সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের মেয়ে। ২০১৯ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র মাধ্যমে বলিউডে ডেবিউ করেন অনন্যা। জোয়া আখতারের ‘দ্য আর্চিসে’র মাধ্যমে বলিউডে ডেবিউ করতে যাচ্ছেন সুহানা। পাশাপাশি শানায়া কাপুরও করণ জোহরের ‘বেধড়ক’ দিয়ে বলিউডে অভিষেক করবেন।

 

ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছে এই স্টারকিডরা। অনন্যা ইতোমধ্যেই অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। শিগগিরই অভিনয় ক্যারিয়ার শুরু করবেন সুহানা ও শানায়া। অনন্যাকে সবশেষ দেখা গিয়েছিল পুরী জগন্নাধের ‘লাইগার’-এ। বক্স অফিসে ফ্লপ করেছে এ ছবি। পরে করণের এই স্টুডেন্টকে দেখা যাবে ‘খো গ্যায়ে হাম কাহাঁ’ ছবিতে।

এক সাক্ষাৎকারে চাঙ্কি কন্যা জানিয়েছিলেন, তারা তিন মাথা এক হলে কী কী নিয়ে আলোচনা করেন। অনন্যা জানিয়েছিলেন, ‘যখনই আমাদের দেখা হয়, আমাদের মধ্যে স্বাভাবিক আলোচনা হয়, ঠিক যেমন তিন বন্ধু যখন দেখা করে এবং কথা বলে। ব্যাপারটা এমন নয়, আমি বসে জ্ঞান দিই। আমার মনে হয়, আমি সেই জায়গায় এখনো পৌঁছাতে পারিনি। আমার ক্ষেত্রে ওরা আমার সবচেয়ে ভালো বন্ধু, ওদের সঙ্গে খেলা করে আমি বড় হয়েছি। আমাদের সমীকরণ পাল্টাবে না।’

তিনি বলেন, ‘আমি মনে করি না, ওরা আমাকে এক্ষেত্রে গুরুত্ব দেবে। আমার পরামর্শের প্রয়োজন হবে। আমরা একে অপরের কাছ থেকে শিখি এবং একে অপরকে সমানভাবে খেয়াল রাখি। আমার মনে হয়, নিজেদের মধ্যে আমাদের কোনো পরিবর্তন হয়নি।’

/এসএসএইচ/