নিজের দুঃসহ অতীত সামনে আনলেন রাজপাল
ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। যার অভিনয়ে হেসে কুটিপাটি হন দর্শকেরা। সেই রাজপালেরই রয়েছে দুঃসহ অতীত। যা তাকে এখনো কুরে কুরে খায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি সামনে আনেন অভিনেতা।
রাজপালের বয়স তখন মাত্র ২০। কাজ করতেন একটি কাপড়ের ফ্যাক্টরিতে। পরিবারে অর্থাভাব। অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল পরের দিনই। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই মারা যান রাজপালের স্ত্রী। দেখা করা আর হয়নি তার সঙ্গে। পরিবর্তে মৃত স্ত্রীকে নিজের কাঁধে তুলে নিয়ে সৎকার করতে গিয়েছিলেন রাজপাল।
বিজ্ঞাপন
তার কথায়, ‘যে বয়সে মানুষের আবেগ নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা থাকে না, তখন আমাকে এমন ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। গ্রামের সকলে বলাবলি করতেন, কত কষ্ট করে একটা কাজ জুটিয়েছিলাম। ভেবেছিলাম সুখের সংসার হবে। তবে সন্তানের জন্ম দিতে গিয়ে স্ত্রীর মৃত্যু হলো। কী কপাল!’
১৯৯১ সালে প্রথম স্ত্রীকে হারান রাজপাল। তার অভিনেতা হয়ে ওঠা দেখে যেতে পারেননি প্রথমা পত্নী। মেয়ের তখন দুধের শিশু। অভিনেতার মা-বোনেরাই তার দেখভাল করতেন। এরপর দ্বিতীয়বার ফের বিয়ে করেন রাজপাল যাদব।
বিজ্ঞাপন
সবশেষ তাকে দেখা গেছে ‘কাঁঠাল’ সিনেমায়। যশোবর্ধন মিশ্রর পরিচালনায় গত ১৯ মে নেটফ্লিক্সে মুক্তি পায় ছবিটি। এতে একজন নিউজ রিপোর্টারের চরিত্রে অভিনয় করেন রাজপাল।
কেএইচটি