বিচ্ছেদের কথা জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই নিজের আরও এক কষ্টের কথা প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্র। সেটি হল জেলবন্দি সময়ের অভিজ্ঞতা। 

পর্নোগ্রাফিকাণ্ডে ৬৩ দিন আর্থার রোড জেলে বন্দি ছিলেন রাজ। কেমন ছিল সেসময়ের অভিজ্ঞতা? শিল্পার স্বামী জানিয়েছেন, জেলে থাকার সময় প্রতি রাতে কাঁদতেন তিনি। 

জেল থেকে মুক্তির পর প্রায় দু’বছর মুখ লুকিয়ে ছিলেন রাজ। এরপর কারাবন্দি জীবনের অভিজ্ঞতা নিয়ে সিনেমা তৈরি করেছেন। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন নিজেই। ছবির প্রথম ঝলকও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে।

জেলের অভিজ্ঞতা কেমন ছিল, সেটা জানিয়ে রাজ বলেন, ‘যখন রাতে ঘুমাতাম, ডান পাশে যে শুয়ে থাকত তার বিরুদ্ধে ৮৮ জনকে খুনের অভিযোগ ছিল। আর বাঁম দিকে যে শুয়ে ছিল তার বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ। এমন পরিবেশে ৬৩ রাত কাটাব, দুঃস্বপ্নেও ভাবতে পারিনি।’

জেলের ভেতরে স্ত্রী-সন্তানদের নিয়ে নানা কথা উঠত। যে প্রসঙ্গ উঠলেই কেঁদে ফেলতেন রাজ। এসব গল্পই উঠে আসবে ‘ইউটি-৬৯’ সিনেমায়। যেটি নির্মাণ হয়েছে রাজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই। 

এর আগে গত শুক্রবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বিচ্ছেদের কথা জানিয়েছেন রাজ! তবে কোথাও শিল্পার নাম নেননি। লিখেছেন, ‘আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার অনুরোধ করছি।’ এই পোস্টের পরই জল্পনা তবে কি রাজ-শিল্পার ১৪ বছরের দাম্পত্যে ইতি পড়ছে? যদিও এ বিষয়ে রাজ স্পষ্ট করে কিছু বলেননি। মুখে কুলুপ এঁটেছেন শিল্পাও।

এনএইচ