চলতি বছর বেশ ব্যস্ত সময় পাড় করছেন দীপিকা পাড়ুকোন। একের পর সিনেমার শিডিউল তার। এর মধ্যে অন্য কাজে একদমই সময় দিতে পারছেন না তিনি। তাই তো এবার সরে দাঁড়ালেন মুম্বাই অ্যাকাডেমি অব দ্য মুভিং ইমেজের (মামি) চেয়ারপারসনের পদ থেকে।

২০১৯ সালে মামিতে যোগ দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সামাজিক মাধ্যমে এক পোস্টে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন জনপ্রিয় এই তারকা।

ইনস্টাগ্রামে দীপিকা লেখেন, ‘মামির বোর্ড মেম্বার ও চেয়ারপারসন হিসেবে কাজের অভিজ্ঞতা আমার কাছে শিক্ষণীয় হয়ে থাকবে। পেশাগত ব্যস্ততার কারণে আমি মামিকে সময় দিতে পারছি না। সে কারণে মামির চেয়ারপারসন পদ থেকে সরে দাঁড়াচ্ছি। তবে আমি এর সঙ্গে আজীবন থাকব।’ 

দীপিকার পদত্যাগ পোস্ট

উল্লেখ্য, দীপিকা এখন পুরোদমে ব্যস্ত কাজ নিয়ে। শিগগিরই শুরু করবেন ‘পাঠান’ সিনেমার শুটিং। সেই প্রস্তুতি চলতি সময়ে নিচ্ছেন তিনি। ‘ওম শান্তি ওম’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’-এর পর আবারও শাহরুখ খানের বিপরীতে ফিরছেন তিনি।

অন্যদিকে ‘পিকু’র পর আবারও অমিতাভ বচ্চনের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন দীপিকা। হলিউডের ‘দ্য ইন্টার্ন’-এর রিমেক সিনেমায় অভিনয় করবেন এই দুই তারকা। 

গত বছর ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি অনুবাদের কথা ঘোষণা করা হয়েছিল। রবার্ট ডি নিরোর অভিনয় করা চরিত্রটিতে অভিনয় করবেন অমিতাভ বচ্চন এবং অ্যানা হ্যাথওয়ের চরিত্রে দেখা যাবে দীপিকাকে।

এমআরএম