বলিউডে নেপোটিজম যার হাত ধরে প্রকাশ্যে এসেছে তিনি করণ জোহর। নিজের কাছের ও পরিচিতদের স্ক্রিনে রাখতেই তৃপ্তিবোধ করেন তিনি। এবার সে অভিযোগ বড় আকারে সামনে আনলেন 'মুখার্জি সিস্টার্স' জুটি।

সম্প্রতি কফি উইথ করণের সিজন আটে হাজির হয়েছিলেন কাজল ও রানি। সেখানেই করণের মুখোমুখি হয়ে কথায় কথায় ফাঁস করে দিলেন নানান অজানা কথা, অজানা তথ্য। যা নিয়ে সামাজিক মাধ্যম এখন গরম। ওই সিজনে করণ রানিকে প্রশ্ন করেন, ‘শুধু নারীরই বয়স বাড়ে, পুরুষের বয়স কমে?’ করণ বলেন, ‘হতে পারে, ইন্ডাস্ট্রিতে একটু বেশিই ‘বয়সবাদ’ রয়েছে।

উত্তরে রানি তাকে থামিয়ে বলেন, ‘না, আমি মনে করি না, কারণ ইন্ডাস্ট্রি সেটাই করে যেটা দর্শক চায়। দর্শক কী গ্রহণ করবে কী করবে না সেটা ভেবেই ছবি বানানো হচ্ছে।'

করণ তখন বলেন, ‘আমরা কীভাবে জানব? দর্শক হয়ত একটা প্রেমের গল্পকে খুব ভালোভাবে গ্রহণ করতে পারে। কাজল-শাহরুখের রোম্যান্স দেখতে দর্শকদের ভালো লাগতে পারে। মানে আমরা সেটা বানিয়ে কেন দেখব না?' এ কথায়, রানি বলে বসেন, ‘তোমার মতো পরিচালকরাই সিনিয়র অভিনেত্রীদের নিয়ে এমন ছবি আর বানাচ্ছেন না।’ এমন কথায় হেসে ফেলেন কাজল-রানি উভয়েই। পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে বুঝতে পেরে দুই বোন নিজে থেকেই প্রশ্ন থেকে বের হয়ে যান।

এর আগে একই প্রসঙ্গে ৫৪তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে ডেলিভারিং কম্পেলিং পারফরম্যান্সের এক মাস্টারক্লাস তিনি কথা বলেছেন, বলিউড ইন্ডাস্ট্রির 'বয়সবাদ' বিতর্ক নিয়ে।

রানি বলেন, ‘আমি মনে করি না একজন অভিনেতাকে বয়স দিয়ে বিচার করা উচিত। এটি শুধু এ কারণে যে দর্শক বেশিরভাগ ক্ষেত্রেই তরুণদের পর্দায় দেখতে চান। তবে, আপনাদের এ ভ্রান্ত জগতে না থাকা এবং এটা বিশ্বাস করাও গুরুত্বপূর্ণ যে আপনি সর্বদাই তরুণ। আপনি মনের দিক থেকে তরুণ হতে পারেন কিন্তু আপনার বয়সকে মেনে নেওয়া এবং আপনার বয়সের সঙ্গে মানানসই ভূমিকা গ্রহণ করাও গুরুত্বপূর্ণ’।

এদিকে আবার কফি উইথ করণে কাজল-রানির পর্বের কথোপকথনে ওঠে আসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকা লিঙ্গ বৈষম্য বিতর্কটিও। বহুদিন ধরেই বলিউড নিয়ে একটা কথা প্রচলিত, এ ইন্ডাস্ট্রি বড় বেশি পুরুষ অভিনেতা নির্ভর। সেকারণে অভিনেত্রীদের থেকে অভিনেতারা পারিশ্রমিকও বেশি পান। এদিকে আবার করণের সবথেকে জনপ্রিয় ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'-তেও লিঙ্গ বৈষম্য থাকার অভিযোগ রয়েছে। বেশকিছুদিন আগে সে অভিযোগ স্বীকার করে নিয়ে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন পরিচালক করণ।

কারণ 'কুছ কুছ হোতা হ্যায়'-তে দেখানো হয়েছিল কাজলের চরিত্রটি টম বয় টাইপের হওয়ার কারণেই তার প্রেমে পড়েনি শাহরুখের চরিত্রটি। পরে কাজল (অঞ্চলি) মেয়ে মেয়ে টাইপ হয়ে উঠলে শাহরুখ (রাহুল) তার প্রেমে পড়েন। আর এ অভিযোগ নিয়ে সম্প্রতি ক্ষমাও চেয়েছিলেন করণ জোহর। সোজা কথা, করণকে কাছে পেয়ে যেন একহাতই নিলেন মুখার্জি সিস্টার্স।

পিএইচ