ট্রাফিক আইন লঙ্ঘনের জের ধরে এক ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে তেলুগু অভিনেত্রী সৌম্য জানুর বিরুদ্ধে। শুধু তাই নয়, রেগে গিয়ে তিনি ট্রাফিক পুলিশের পোশাকও ছিঁড়ে দিয়েছেন তিনি। এ ঘটনায় অভিনেত্রীর বিরুদ্ধে ৩৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গেছে, হায়দ্রাবাদের বাঞ্জারা হিলস-এর রাস্তায় গাড়ি থেকে নেমে এক ট্রাফিক পুলিশের ওপর চড়াও হয়েছেন সৌম্য জানু। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। 

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, গত ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটা নাগাদ অভিনেত্রী ট্রাফিক আইন ভেঙে গাড়ি নিয়ে ভুল রাস্তায় ঢুকে পড়েন। পুলিশ তাকে আটকাতেই মেজাজ হারান তিনি। তার পরই চড়াও হন পুলিশের ওপর। এমনকি, ট্রাফিক পুলিশের পোশাকও ছিঁড়ে দেন তিনি। আশপাশের লোক অভিনেত্রীকে আটকাতে চাইলে, অভিনেত্রী তাদের ওপরও চড়াও হন।

ডিএনএ’র রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রীর ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেন নি অভিনেত্রী।

অভিনেত্রীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড়। এছাড়া সৌম্য জানুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতেও সরব হয়েছে অনেকে।

এনএইচ