করোনার দ্বিতীয় ঢেউয়ে বেশ সংকটে পড়েছে ভারত। একদিকে অক্সিজেনের অভাবে হাহাকার, অন্যদিকে পাওয়া যাচ্ছে না হাসপাতালের বেড। পুরো বিশ্বে এখন দেশটির এমন ভয়াবহ অবস্থা আলোচনায়। 

এমন ক্রান্তিকালেও বলিউড তারকাদের অনেকে ছুটি কাটাচ্ছেন মালদ্বীপে। বিষয়টি একদমই মেনে নিতে পারছেন না নওয়াজউদ্দিন সিদ্দিকী। নাম উল্লেখ না করে তাদের তুলোধনা করে ছাড়লেন ‌‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত এই অভিনেতা। 

ভারতে সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, ‘দেশের ভয়াবহ অবস্থা। মানুষের কাছে খাবার নেই, আর আপনারা অর্থ উড়িয়ে চলেছেন। ছুটি কাটাতে যাওয়াটা ভুল নয়। কিন্তু তা দেখানোর প্রয়োজন নেই। এবার একটু লজ্জা হওয়া উচিত।’

বলিউড তারকাদের নিয়ে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাদের অভিনয় নিয়েও প্রশ্ন তুলেছেন নওয়াজউদ্দিন। তিনি বলেন, ‘তারা এছাড়া আর কী করবে? কী নিয়েই বা কথা বলবে? অভিনয়ে ব্যাপারে বললে তো দুই মিনিটে সবকিছু শেষ হয়ে যাবে। মালদ্বীপকে তামাশা বানিয়ে ছেড়েছে।’

নওয়াজউদ্দিন আরও বলেন, ‘পর্যটন শিল্প সংস্থার সঙ্গে তাদের কোনও বোঝাপড়া রয়েছে কি না জানি না। কিন্তু মানবিকতার খাতিরে এইসব ছুটি কাটানোর ছবি নিজেদের কাছে রাখুন। দেশে প্রতিদিন বেড়ে চলেছে কোভিড আক্রান্তদের সংখ্যা। দয়া করে একটু বুঝুন। হৃদয়টাকে কাজে লাগান।’

উল্লেখ্য, কিছুদিন আগেই করোনামুক্ত হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এরপরই তারা ছুটি কাটাতে গিয়েছেন মালদ্বীপে। এছাড়াও জানা যায়, দেশটিতে বর্তমানে রয়েছেন মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, সারা আলী খান, টাইগার শ্রফ, দিশা পাটানিসহ অনেকে।

এমআরএম