ভারতের দুই জনপ্রিয় সংগীতশিল্পী এ আর রহমান ও সনু নিগম। তাদের সুর ও কণ্ঠের যাদুতে মোহিত হয়েছে সারা বিশ্ব। তবে বলা যায়, প্রতিভা, দক্ষতা ও খ্যাতির তুলনায় এ আর রহমানের ধারের কাছেও নেই সনু নিগম। 

কিন্তু বেশ কয়েকদিন ধরে রহমানকে নিয়ে একের পর এক বেফাঁস মন্তব্য করেছেন সনু, যার ফলে সমালোচনার পাত্র হচ্ছেন এই গায়ক। এবারও রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এই গায়ক।

এ আর রহমানের কম্পোজে বহু গানে কণ্ঠ দিয়েছেন সনু নিগম। কিন্তু এ আর রহমানকে মহান গায়ক হিসেবে মনে করেন না সনু- এমনটিই জানা গেল ভারতীয় গণমাধ্যম সূত্রে।

এ আর রহমান বিরাট গায়ক নন- এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করে সনু বলেন, 'এ আর রহমান বিরাট গায়ক নন। তবে তিনি সর্বদা সুরের মধ্যে থাকেন। তিনি প্রশিক্ষিত সংগীতশিল্পীও নন। তবে তার কণ্ঠ অপূর্ব। রহমান নিজেও কোনোদিন নিজেকে বড় গায়ক বলেন না। তো আমরা কী আর বলব?' 

এ আর রহমান সম্পর্কে সনুর এই মন্তব্য ঝড় তুলেছে রহমান ভক্তদের মধ্যে। কিন্তু এই প্রথম সনু যে এ আর রহমানকে নিয়ে বিতর্কিত কিছু বললেন, এমনটা নয়। তিনি এর আগে রহমানে অন্তর্মুখী স্বভাব নিয়ে কথা বলেছিলেন। আবার রহমানের মিউজিককে 'বেকার' বলেছিলেন।

সুরের জাদুকর হিসেবে তো বটেই, সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্রও বলা হয় এ আর রহমানকে। এই সুরকারের সুরে গান করেছেন সনু নিগম নিজেও। তার মধ্যে রয়েছে 'দিল সে'  ছবির 'সতরঙ্গি রে', 'ওয়াটার' ছবির 'আয়ো রে সখি'- গানগুলো।

ডিএ