অভিনেতা-পুত্র অভিষেক বচ্চনের ৪৯ বছরের জন্মদিনে বলিউড 'শাহেনশা' বাবা অমিতাভ বচ্চন ছেলের দুষ্প্রাপ্য একটি ছবি পোস্ট করেছেন। 

১৯৭৬ সালে তোলা সাদা-কালো ছবিতে দেখা যাচ্ছে, সদ্য জন্মের পর প্রসূতি বিভাগের ভেতরে ইনকিউবেটরে শোয়ানো অভিষেকের দিকে ঝুঁকে ছেলের মুখ দেখছেন বিগ-বি বাবা। 

একরত্তি অভিষেককে মুড়ে রাখা হয়েছে তোয়ালে দিয়ে, যেমন আর পাঁচটা ভূমিষ্ঠ বাচ্চাকে রাখা হয়। অমিতাভকে ঘিরে রয়েছেন হাসপাতালের নার্সরা।

অমিতাভের পরনে রয়েছে ক্যাজুয়াল ডোরা কাটা দাগের একটি সোয়েটার এবং ট্রাউজার। বাঁম হাতে চামড়ার ব্যান্ড দেওয়া ঘড়ি। 

এই ছবিটি নিজের ব্লগে পোস্ট করে বলিউডের কিংবদন্তি অভিনেতা লিখেছেন, আজকের রাত একটি দীর্ঘ রাত। অভিষেকের বয়স ৪৯ হয়ে গেল। তার জীবনে আরও একটি নতুন বছর আসছে...৫ ফেব্রুয়ারি, ১৯৭৬। বছরগুলো কত দ্রুত কেটে গেল...!!!

বচ্চন আরও লিখেছেন, কখনও কখনও মনকে জাগিয়ে তুলতে এবং যা বলার প্রয়োজন তা প্রকাশ করার ইচ্ছা হয়। কিন্তু দুনিয়া জুড়ে যে প্রচারের জোয়ার চলছে তাতে এটা জরুরি নয় কারও লেখা মনের কথা বোঝা সম্ভব এবং যাতে তার অর্থ বদলে যায়। 

অমিতাভের এই লেখার মধ্য দিয়েই এটা স্পষ্ট যে, কিছুদিন ধরে অভিষেক বচ্চনকে নিয়ে যে ধরনের প্রচার চলছে তাতে যথেষ্ট মনোক্ষুণ্ণ হয়ে রয়েছেন বাবা। 

তিনি আরও লিখেছেন, এই কারণেই এসব কথা প্রকাশ করার থেকে নিজের ভিতরেই রেখে দেওয়া ভালো।

এর আগেও অভিষেক বচ্চন মাঝেমধ্যেই বাবার প্রশংসা পেয়েছেন। কিন্তু অমিতাভের এদিনের লেখার মধ্যে এক পুত্রস্নেহপ্রবণ বাবা, যিনি জগতের নানান কুনজর-অপপ্রচারের হাত থেকে ছেলেকে রক্ষা করতে চান, এমন মানুষটিকে খুঁজে পাওয়া গেছে। 

সম্প্রতি বাবা-ছেলেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দলের হয়ে গলা ফাটাতেও দেখা গেছে। 

এনএইচ