পাপারাজ্জিরা ক্যামেরা তাক করলেই মেজাজ হারান বলিউড অভিনেত্রী জয়া বচ্চন। প্রায়শই এমন দৃশ্য দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে সেখানে তার দিকে ক্যামেরা তাক করে ছবি বা ভিডিও তোলা একেবারেই পছন্দ করেন না তিনি।

এর অন্যথা হলে অনুরাগী ও চিত্রগ্রাহকদের কথা শোনাতেও ছাড়েন না বচ্চন-ঘরণী। কিন্তু কেন পাপারাজ্জিদের সঙ্গে জয়ার এমন আদায় কাঁচকলায় সম্পর্ক? কারণ জানালেন মেয়ে শ্বেতা বচ্চন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অন্য তারকাদের ছবি তোলার জন্য কোনো বাঁধা না থাকলেও জয়ার বিষয়ে সচেতন হয়ে উঠেছেন পাপারাজ্জিরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন নিজেই জানান, আজকাল বিমানবন্দরে তার মাকে দেখলে ছবি তোলার জন্য ছবিশিকারিরা হুড়োহুড়ি করেন না বরং তার ছবি না তুলেই বিমানবন্দরের অন্দরে প্রবেশের রাস্তা করে দেন।

ভাইয়ের কথা শুনে শ্বেতা বলেন, ‘মায়ের আসলে দম আটকে যাওয়ার সমস্যা রয়েছে। চারপাশে বেশি লোকজন দেখলেই দমবন্ধ হতে শুরু করে সেই কারণে এমন আচরণ করে।’ 

এমআইকে