বলিউডকে ‘জঘন্য জায়গা’ বলে কান্নায় ভেঙে পড়লেন ইরফানপুত্র
বলিউডের প্রয়াত কিংবদন্তী অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেও দেখা যায় তাকে। সম্প্রতি, তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন।
যেখানে তুলে ধরেছেন বলিউডের অন্দরমহলের কিছু চাঞ্চল্যকর তথ্য। পাশাপাশি ভিডিওতে অঝোরে কাঁদতে দেখা গেছে বাবিলকে। একইসঙ্গে অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর, অর্জুন কাপুর, রাঘব জুয়াল এবং সিদ্ধান্ত কাপুরের নামও উল্লেখ করেছেন তিনি। তারপরেই ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেন।
বিজ্ঞাপন
বাবিলকে বলতে শোনা যায়, ‘বলিউড খুবই নোংরা। বলিউডের অবস্থা খুবই খারাপ। বলিউড হলো সবচেয়ে জঘন্য জায়গা। যা আমি এখন বুঝতে পারছি। তবে কিছু মানুষ অবশ্যই আছেন, যারা বলিউডের উন্নতি চান।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে চলছে নানা আলোচনা। কেন বলছেন, ‘বেচারা ছেলেটা বাবা মারা যাওয়ার পর থেকেই এত সংগ্রাম করছেন, তারপরেও কেন এত সমস্যায় পড়তে হচ্ছে?’
তবে শুধুই ভিডিও করেননি, বাবিল প্রথমে তার অ্যাকাউন্ট থেকে সমস্ত পোস্ট মুছে ফেলেন। তারপর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও ডিলিট করে দেন। এর আগেও সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট করে অসন্তোষ প্রকাশ করেছিলেন বাবিল।
প্রসঙ্গত, বাবিল একজন সহকারী হিসেবে তার কর্মজীবন শুরু করেছেন। এরপর ২০২২ সালে ‘কালা’ ছবির মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ। ২০২৩ সালে, তিনি ‘দ্য রেলওয়ে মেন’ ছবিতেও অভিনয় করেছিলেন। ‘ফ্রাইডে নাইট প্ল্যান’ সিনেমাতেও দেখা গিয়েছিল বাবিলকে।
এমআইকে