সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘স্পিরিট’ থেকে দীপিকা পাড়ুকোনের সরে আসা নিয়ে বলিউড পাড়ায় চলছে জোর আলোচনা। পরিচালককে সমর্থনকারী কিছু কণ্ঠস্বর থাকলেও, বেশিরভাগ সমর্থনই যাচ্ছে দীপিকার পক্ষে। জানা গেছে, এই ছবিতে কাজ করার বিষয়ে দীপিকা কিছু শর্ত রেখেছিলেন, যার মধ্যে অন্যতম ছিল শুটিংয়ের সময়সীমা। 

তিনি দিনে আট ঘণ্টার বেশি শুটিং করবেন না বলে জানিয়েছিলেন। এই শর্ত মানতে না চাওয়ায় অভিনেত্রী ছবিটি ছেড়ে দেন। তার এই সিদ্ধান্তের মূল কারণ হলো পরিবারকে সময় দেওয়া। এবার দীপিকার পাশে দাঁড়িয়েছেন গুণী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি।

দীপিকার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে পঙ্কজ ত্রিপাঠি বলেন, ‘এমনটা হওয়াই উচিত। কর্মক্ষেত্রেও ‘না’ বলতে জানতে হবে। সবকিছুরই একটা সীমাবোধ থাকা দরকার। শুধু অভিনয় নয়, যেকোনো পেশাতেই একটা প্রতিশ্রুতি থাকে। আপনার কাজ মন দিয়ে করে সেই প্রতিশ্রুতি পূরণ করা দরকার। কিন্তু তা হয়ে গেলে আর এতটুকু বাড়তি সময় দেওয়া মোটেও ঠিক নয়।’

নিজের কাজের অভিজ্ঞতা শেয়ার করে পঙ্কজ ত্রিপাঠি বলেন, ‘দিনে ১৬-১৮ ঘণ্টা হয়ে যেত আমার শুটিং ফ্লোরে কাজ করতে করতে। একটা সময় সেই কাজের সময় টেনে টেনে বাড়ানো হতো।’

পঙ্কজ ত্রিপাঠির কথায়, ‘এর কোনো মানে হয় না। ফ্লোরের বাকি কলাকুশলীরাও কাজে আগ্রহ হারাতেন। আমি শুধু এটাই বলতে চাই, আমরা অভিনেতারাও মানুষ। আমাদেরও একটা ব্যক্তিগত জীবন আছে।’ অভিনেতাদের অতিরিক্ত সময় কাজ করানো এবং এর ফলে ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ার বিষয়টি নিয়ে তিনি দীপিকার মতো সচেতন, এমনটাই মনে করছেন অনেকে।

এমআইকে