দক্ষিণের অ্যাকশন হিরো হয়ে আসছেন আমির খান
অনেক দিন অ্যাকশন থেকে দূরে রয়েছেন বলিউডের আমির খান। এক সময় তার অভিনীত ‘গাজনি’ সুপারহিট হয়েছিল। তারপর সে রকম অ্যাকশনধর্মী কোনো ছবিতে তাকে দেখা যায়নি। যদিও ‘ধুম থ্রি’-তে খানিকটা মারপিট আর স্টান্টস ছিল। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী দুই খান- সালমান ও শাহরুখ রীতিমতো অ্যাকশন ছবি করে চলেছেন।
মার্চে মুক্তি পায় সালমানের ‘সিকান্দার’। পরিচালক অপূর্ব লাখিয়ার সঙ্গে তার পরবর্তী ছবি ২০২০-র গালওয়ান উপত্যকায় ঘটা ভারতীয় এবং চীনা সেনার মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে। এদিকে শাহরুখ খান আবার জুটি বাঁধছেন ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে। ২০২৬-এ মুক্তি পাওয়ার কথা তাদের ব্যয়বহুল প্রজেক্ট ‘কিং’-এর।
বিজ্ঞাপন
তাদের সঙ্গে তাল মিলিয়ে এবার আমির খানও অ্যাকশনে ফিরে আসছেন। মুম্বাইতে তার আসন্ন ছবি ‘সিতারে জামিন পার’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। আমিরের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর, তামিলনাড়ুর পরিচালক লোকেশ কঙ্গরাজের সঙ্গে একটি অ্যাকশন সিনেমা করতে যাচ্ছেন আমির খান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ নিয়ে আমির বলেছিলেন, ‘লোকেশ আর আমি একসঙ্গে কাজ করছি। এটি একটি সুপারহিরো ছবি হবে, বড় মাপের অ্যাকশন ছবি। ২০২৬-এর দ্বিতীয়ার্ধে আমরা শুটিং শুরু করব। তবে এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।’
লোকেশ এর আগে কমল হাসানের সঙ্গে সুপারহিট অ্যাকশন ছবি ‘বিক্রম’ বানিয়েছিলেন। তামিল স্টার বিজয়ের সঙ্গে বানিয়েছিলেন ‘মাস্টার’। তার আসন্ন ছবি ‘কুলি’-তে রয়েছেন রজনীকান্ত। আমিরের ‘ক্যামিও’ রোল রয়েছে সেই ছবিতে।
ডিএ