বছর ঘুরে আবারও ফিরে এসেছে পবিত্র ঈদ উল আযহা। এই উৎসব ঘিরে সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে পড়েছে অনাবিল আনন্দ। দেশ-বিদেশের শোবিজ অঙ্গনও মেতে উঠেছে ঈদের আমেজে; ভক্তদের মাঝে শুভেচ্ছা জানিয়ে এ আনন্দ ভাগ করে নিয়েছেন ভারতীয় তারকারাও।

ভারতের বলিউড ইন্ডাস্ট্রিতে ঈদ নিয়ে প্রায় প্রতিবারই থাকে বিশেষ আয়োজন। মূলত বি-টাউনের 'খান'রা ঈদ উদযাপনে থাকেন এগিয়ে। শাহরুখ খান, সালমান খান, আমির খান, সাইফ আলি খানসহ বহু তারকা ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন; ঈদ উল আযহায় কোরবানিও দেন নিয়মিত। তবে এবারের ঈদ আয়োজন নিয়ে বলিউডের খানদের পক্ষ থেকে এখনও কোনো শুভেচ্ছা বার্তা বা তাদের আয়োজনের খবর প্রকাশ্যে আসেনি।

তবে শাহরুখ-সালমানদের কথা বাদ দিলেও ভারতের অনেক তারকাই ইতোমধ্যে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বলিউডের পাশাপাশি দক্ষিণের তারকারাও ভক্তদের মাঝে ছড়িয়ে দিয়েছেন ঈদের শুভেচ্ছা।

সদ্য মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সিনেমা 'থাগ লাইফ'-এর মুখ্য চরিত্রে রয়েছেন দক্ষিণের সুপারস্টার কমল হাসান। তিনি ঈদ উপলক্ষে ভক্তদের দিয়েছেন বিশেষ বার্তা। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘ত্যাগ স্মরণের মহান দিন এই ঈদ। উদযাপনকারী আমার ভাই ও বোনদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। সাম্য ও ভ্রাতৃত্ব বিরাজ করুক! ঈদমোবারক।’

বলিউডের প্রবীণ অভিনেত্রী সাইরা বানুও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পুরোনো ভিডিও প্রকাশ করেছেন তিনি; যেখানে বলিউড কিং শাহরুখ খান, অমিতাভ বচ্চনসহ বলিউডের তাবড় তারকাদের সঙ্গে ঈদের একটি পার্টিতে দেখা যায়। তার ক্যাপশনে শুভেচ্ছা বার্তা দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘ঈদ উল আযহা ত্যাগের উৎসব কেবল একটি আচারিক পালন নয়, এটি বিশ্বাস, নম্রতা। এর মাধ্যমে মানুষ হিসেবে আমাদের সহানুভূতিকে বেছে নিতে হবে, বিষয়টি যতোই কঠিন হোক।’

প্রবীণ এই অভিনেত্রী আরও যোগ করেছেন, ‘দেখুন, আগের দিনগুলোতে আমাদের বাড়ির আকর্ষণীয় আয়োজন। উৎসবের খাবারের সুগন্ধে বাতাস ভরে থাকত, দেয়াল থেকে প্রার্থনার সুর আসত, এবং বন্ধু ও পরিবারের সাথে হাসি-ঠাট্টায় প্রতিটি কোণা পরিপূর্ণ থাকত।’

এছাড়াও দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনও সামাজিক মাধ্যমে একটি বিশেষ বার্তা দিয়ে তার ভক্তদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। বলিউড অভিনেতা অনুপম খেরও সামাজিক মাধ্যমে 'ঈদ উল আযহা মোবারক' লিখে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।

সূত্র : সোশ্যাল মিডিয়া, টাইমস নাও

ডিএ