সহজেই হচ্ছে না শাহরুখ-সালমানের দ্বৈরথ
বলিউডের দুই খান শাহরুখ ও সালমানকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘টাইগার ভার্সেস পাঠান’। অদূর আগামীতেই মুক্তির কথা রয়েছে সিনেমাটির। আর তা নিয়ে বেশ উচ্ছ্বসিতও দর্শকেরা; বিশেষ করে যারা শাহরুখ-সালমানের ভক্ত। কিন্তু সিনেমাটি নিয়ে এবার এমন খবর পাওয়া গেল, যা রীতিমতো দুঃসংবাদে পরিণত হয়েছে এই দুই নায়কের ভক্তদের মাঝে।
যশ রাজ ফিল্মস-এর ‘গোয়েন্দা ব্রহ্মাণ্ডে’ও পৃথকভাবে মার্কশিটে দারুণ নম্বর তুলেছিলেন শাহরুখের ‘পাঠান’ এবং সালমানের ‘টাইগার’। সে সাফল্য দেখেই স্পাই ইউনিভার্সের দর্শক-অনুরাগীদের ‘টাইগার ভার্সেস পাঠান’ দিয়ে ডাবল ধামাকা দিতে চেয়েছিলেন প্রযোজক আদিত্য চোপড়া।
বিজ্ঞাপন
কিন্তু এখন শোনা যাচ্ছে, সেই মেগাবাজেট সিনেমার কাজটাই নাকি ভেস্তে গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বলিউড মাধ্যম সূত্রে খবর, শাহরুখ-সালমান দুই সুপারস্টারের দ্বৈরথ পর্দায় তুলে ধরার জন্য নতুনভাবে প্রস্তুতি শুরু করেছে প্রযোজনা সংস্থা। এর আগে শোনা যায়, করণ-অর্জুন দুজনেই রাজি। এমনকী চিত্রনাট্যের চূড়ান্ত খসড়াও নাকি প্রস্তুত। শুধু দুই খানের ডেট পাওয়ার অপেক্ষা।
সেইমতোই শাহরুখ-সালমানের ভক্তশিবির অপেক্ষায় ছিল কবে ‘টাইগার ভার্সেস পাঠান’ আসবে। যদিও এ প্রসঙ্গে কোনোরকম অফিশিয়াল বিবৃতি জারি করেনি যশ রাজ ফিল্মস। তবে এবার জানা গেল, প্রযোজক আদিত্য চোপড়াই নাকি চাইছেন, নতুন করে এই সিনেমার চিত্রনাট্য সাজাতে। তাই দেরি হচ্ছে।
এদিকে আদিত্যর হাতে এখন দুটি কাজ চলমান, ‘পাখির চোখ’ ও ‘ধুম ৪’। তাই ‘টাইগার ভার্সেস পাঠান’-এর ভবিষ্যৎ নাকি আপাতত অনির্দিষ্ট! অতঃপর কবে শাহরুখ-সালমানের দ্বৈরথ পর্দায় দেখা যাবে, সেই উত্তর পাওয়াটাই এখন কঠিন।
ডিএ