হিন্দি ওয়েব সিরিজের মধ্যে অন্যতম দর্শকপ্রিয় ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। এই পিরিয়ড ড্রামায় অনবদ্য অভিনয়ের জন্য বিপুল প্রশংসা কুড়ান অদিতি রাও হায়দারি। কিন্তু এই সাফল্য এখনও পর্যন্ত নতুন কোনো কাজ দিতে পারেনি অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন,  নতুন কোনো ছবির বা শো-এর প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন অদিতি।

সেই সাক্ষাৎকারে বেশ খোলামেলাই আলোচনা করেন অদিতি। বিনোদন জগতে নারীদের জন্য কাজ পাওয়ার অসুবিধা, সুযোগের সীমাবদ্ধতা এবং তার পরিপ্রেক্ষিতে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন অভিনেত্রী।
  
অদিতি বলেন, ‘হিরামান্ডি আমাকে প্রচুর ভালোবাসা, প্রশংসা দিয়েছে। কিন্তু সত্যি বলতে, এখনও পর্যন্ত আমি কোনও নতুন কাজের ডাক পাইনি। আমি এখনও অপেক্ষা করছি।’

আরও পড়ুন

লিলির সঙ্গে কথোপকথনে উঠে আসে আরও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ— নারী-কেন্দ্রিক গল্পগুলোকে ইন্ডাস্ট্রিতে এখনো ‘ব্যতিক্রম’ হিসেবেই দেখা হয়। এই বক্তব্যের সঙ্গে সহমত জানিয়ে অদিতি বলেন, ‘হ্যাঁ, আপনি একদম ঠিক বলছেন। এমন সফল নারী-কে

ন্দ্রিক কনটেন্টের পরও যখন এর ধারাবাহিকতা থাকে না, তখন মনে হয় আমরা আসলে কতটা এগোতে পেরেছি?’

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্স সিরিজ ‘হিরামান্ডি’ তে অদিতির পাশাপাশি ছিলেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শারমিন সেগাল এবং তাহা শাহ বদুশার মতো তারকারা। বানসালির ঐতিহাসিক কারিগরি নির্মাণশৈলী, চিত্রনাট্য, সংগীত এবং কস্টিউমে মুগ্ধ হয়েছিল দর্শকমহল। 

ডিএ