দুই ঘণ্টা সোজা হয়ে বসে থাকতে হয় : রণদীপ
বলিউড অভিনেতা রণদীপ হুডা মণিপুরের মডেল লিন লাইশরামের সঙ্গে ২০২৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন। তাদের বিয়ের পোশাক থেকে নিয়মকানুন সোশ্যাল মিডিয়ায়ও বেশ আলোচিত হয়েছিল। সম্প্রতি রণদীপ এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিয়ের সময়ে রণদীপকে নাকি রীতি মেনে একটি বাটি দেওয়া হয়েছিল, যে পাত্রের মধ্যেই তাকে মূত্রত্যাগ করতে বলা হয়েছিল।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মণিপুরে গিয়ে বিয়ে করাটা অত্যন্ত কঠিন বিষয় ছিল আমার পক্ষে। কারণ, ওদের বিয়ের ধরনও একেবারে আলাদা। নিয়ম অনুযায়ী মেয়ের বাড়িতে গিয়েই বিয়ে করতে হবে। ‘
বিজ্ঞাপন
‘তাই আমার এক ব্রিগেডিয়ার বন্ধুকে ফোন করেছিলাম সাহায্যের জন্য। তাকে ফোন করতেই বললেন, ‘চলে এসো। আমি তোমাদের বিয়ের সব ব্যবস্থা করে দেব।’ আমরা ১০-১২ জন গিয়েছিলাম। এর আগে আমরা কখনও সেখানে যাইনি। তাদের ঐতিহ্য সম্পর্কেও আমাদের কোনও ধারণা ছিল না।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
রণদীপের কথায়, ‘আমাকে বলা হয়েছিল বরের পোশাক পরে নিলে আর মাথা নত করা যাবে না। টানা দু’ঘণ্টা আমাকে সোজা হয়ে বসে থাকতে হয়। নড়াচড়া করাও যাবে না বলে দেওয়া হয়েছিল। এমনকী হাসাও যাবে না। এরপর আমায় একটি ছাতা এবং একটি বাটি ধরিয়ে দেওয়া হয়।’
অভিনেতা তাদের জিজ্ঞেস করেছিলেন এই বাটিটি কীসের জন্য? উত্তর শুনে আকাশ থেকে পড়ার অবস্থা অভিনেতার। তার ভাষ্যে, ‘আমাকে বলা হয়েছিল যদি তোমার প্রস্রাব করার প্রয়োজন হয়, তাহলে তোমায় ছাতা খুলে এই বাটিতে বসে করতে হবে। আর যতক্ষণ না বিয়ে সম্পন্ন হচ্ছে তুমি এখান থেকে নড়তেও পারবে না। কারণ, তুমি এখন আমাদের কাছে একজন দেবতা।’
এমআইকে