অভিষেকের সঙ্গে পরকীয়া গুঞ্জন নিয়ে নিমরত বললেন— ‘করুণা হয়’
বহু আগে থেকেই লোকজনের তীর্যক মন্তব্য শুনে আসছেন বলিউড অভিনেত্রী নিমরত। যেমন, বয়স ২০ পার হওয়ার পর থেকেই বিয়ে নিয়ে নানা রকমের মন্তব্য শুনতে হয়েছে অভিনেত্রীকে। এক পর্যায়ে তা বন্ধও হয়ে যায়। কারণ, লোকে ভাবতে শুরু করে, অভিষেক বচ্চনের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন অভিনেত্রী।
বছর কয়েক ধরে নিমরত কৌরের সঙ্গে অভিষেক বচ্চনের পরকীয়ার গুঞ্জন এক সময় তুমুল চর্চায় ছিল। সেই সময় অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়েও নানা জল্পনা ছড়িয়েছিল, এমনকি বলা হয়েছিল, ঐশ্বরিয়া নাকি বাড়িও ছেড়ে চলে গেছেন। তবে চলতি বছরের শুরুতে সব গুঞ্জনে ইতি টেনে আবারও একসঙ্গে দেখা দেন বচ্চন দম্পতি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
কিন্তু এসব জল্পনা কল্পনা উড়িয়ে এবার মুখ খুললেন নিমরত। জানালেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে যারা এ ধরনের চর্চা করেন, তাদের পারিবারিক শিক্ষা নিয়ে সন্দিহান অভিনেত্রী। বলেন, ‘সমাজমাধ্যম একটা পরগাছার মতো। আমি মুম্বাই তখন এসেছি যখন সোশ্যাল মিডিয়া কি মোবাইল, কিছুই ছিল না। আমার মাথা খুব পরিস্কার, জানি জীবনে কী করতে চাই। যাদের অতিরিক্ত ফাঁকা সময় তারা এসব নিয়ে চর্চা করেন। এদের দেখলে করুণা হয়। এদের পারিবারিক শিক্ষা নিয়ে আমি ভাবি।’
বিজ্ঞাপন
যদিও শেষে অভিনেত্রীর সংযোজন, সমালোচনায় কান দেওয়ার সময় তার নেই।
ডিএ