তিনিই কি শ্রাবন্তীর নতুন প্রেমিক?
কয়েকদিন ধরেই নুসরাত জাহানের বিয়ে ও মা হওয়া নিয়ে বিতর্ক চলছে টলিউডে। এরমধ্যেই সমালোচনার মুখে পড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যার সূত্রপাত সামাজিক মাধ্যমে পোস্ট বধূ সাজে নায়িকার ছবি থেকে।
তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে বহুদিন ধরেই থাকছেন না শ্রাবন্তী। গত বছরের নভেম্বর থেকেই দুজনের সম্পর্ক খারাপ হওয়ার খবর প্রকাশ্যে আসতে শুরু করেছিল। এরপর থেকে একাধিকবার সামাজিক মাধ্যমে একে অন্যের বিরুদ্ধে পরোক্ষে কটূক্তি করেছেন।
বিজ্ঞাপন
কয়েকদিন আগে শ্রাবন্তীর স্বামী রোশন আদালতে গিয়ে সঙ্গে নতুন করে সংসার করতে চাইলেও সে দিকে তার খেয়াল নেই। তিনি এখন ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে আকুল। সদ্যই অভিরূপের জন্মদিনে হীরের আংটি পরিয়ে দিয়েছেন শ্রাবন্তী। শ্রাবন্তী এই উপহারের কথা প্রকাশ্যে না আনলেও অভিরূপের ফেসবুক প্রোফাইলে দেখা গেছে আংটির ছবি। অভিরূপ তার আঙুলে প্রেমের আংটি পরা ছবির উপরে ভালবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া...ধন্যবাদ’। এই গুরুত্বপূর্ণ মানুষ যে শ্রাবন্তী তা ইন্ডাস্ট্রির কারও জানতে বাকি নেই। তবে সকলেই এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।
আংটির ছবি দেখে বোঝা যাচ্ছে, এটি যেমন তেমন আংটি নয়। প্রথমে ইংরেজির ‘আই’ অক্ষরের চিহ্ন। তার পরে প্ল্যাটিনামের ওপর বসানো দ্যুতিময় হীরা। তার পাশেই হৃদয়ের চিহ্ন। শ্রাবন্তী যে অভিরূপকে কতটা ভালবাসেন এই আংটিই তার প্রমাণ।
বিজ্ঞাপন
নতুন প্রেমের কথা প্রকাশ্যে আনেননি শ্রাবন্তী। এই ভরা বর্ষায় তার জীবনে বৃষ্টি পড়ছে নব রূপে। রাজনীতির খেলা শেষ হতেই নায়িকা আর তার প্রেমিক নিয়ে দুই দিনের জন্য ঘুরে এসেছিলেন পাহাড়ে। কাকপক্ষীও টের পায়নি। এমনই সাবধানতা। যদিও তার কয়েক দিন পর থেকেই অবশ্য শ্রাবন্তীর ইনস্টাগ্রাম পাহাড়ের ছবিতে ভরে উঠেছিল। একাই পাহাড়ে উঠানো তার ছবি দিয়েছিলেন। ছবিগুলোর কোথাও ‘থ্রো ব্যাক’ বা পুরনো ছবিও লেখা ছিল না।
অভিনেত্রী আর ব্যবসায়ীর রসায়ন টলিপাড়ায় খুব পরিচিত বিষয়। তবে এই ব্যবসায়ী আবার অভিনেত্রীর পড়শি। ফলে প্রেম ঘন হতে খুব বেশি সময় লাগেনি।
শ্রাবন্তীর বিয়ের খবর ভক্তদের সবার জানা। ২০০৩ সালে বিয়ে করেছিলেন পরিচালক রাজীব বিশ্বাসকে। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। একই বছর তিনি বিয়ে করেন কৃষাণ বিরাজকে।
কৃষাণকে বিয়ের এক বছর পরই বিচ্ছেদ হয়েছিল শ্রাবন্তীর। ২০১৭ সালে আলাদা হয়ে যান তারা। এরপর অনেকদিন একা ছিলেন এই নায়িকা।
২০১৯ সালে রোশান সিংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন শ্রাবন্তী। কিন্তু তৃতীয় বিয়েও টেকেনি তার। বছর ঘুরতেই পাওয়া যায় আবারও বিচ্ছেদের খবর।
তৃতীয় বিয়ের বিচ্ছেদের পরই রাজনীতিতে যোগ দেন শ্রাবন্তী। এর পর নির্বাচন নিয়েই চলছিল তার ব্যস্ততা। এর মাঝেই নতুন প্রেমের খবরে এলেন তিনি। যদিও এ প্রসঙ্গে সরাসরি মুখ খুলেননি টলিউডের এই জনপ্রিয় নয়িকা।
ওএফ