বলিউডে ২০ বছর পাড় করলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও নিয়মিত রয়েছেন অনেক বছর ধরে। তার প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’। যেটি শুধু সুপারহিট নয়, তার ক্যারিয়ারের অন্যতম সফল কাজ। 

‘লগান’-এর সবার অভিনয়ও আজও মনে রেখেছেন দর্শকরা। সিনেমাটি প্রসঙ্গে আমির খান বলেন, ‘লগান ছিল, আছে আর ভবিষ্যতেও এর যাত্রা চলবে। এটি এমন একটি জার্নি ছিল যেখানে আমার সঙ্গে কিছু অসাধারণ মানুষের সাক্ষাৎ হয়। নতুন বন্ধু তৈরি হয়, যা দুই দশকের বেশি সময় ধরে চলছে। অনেক শিখেছি, অভিজ্ঞতা অর্জন করেছি। অনেক আবেগ, অনেক স্মৃতি। এই ছবিটি আমার জীবনের রাস্তাকে নির্দিষ্ট আকৃতি দিয়েছিল।’

লগান

‘লগান’-এর সঙ্গে মুক্তি পেয়েছিল ‘গাদার-এক প্রেম কথা’। বক্স অফিসে লড়াই হয়েছিল দুই সিনেমার। সম্প্রতি, ভারতের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘আমার মনে হয় দুটো কিংবা তার বেশি ছবি একদিনে বক্স অফিসে মুক্তি পেলেও ভালো ব্যবসা করতে পারে যদি সেগুলো ভালো ছবি হয়। সানি দেওল আর আমার ইতিহাস আছে। ‘দিল’ ও ‘ঘায়েল’ একই দিনে মুক্তি পেয়েছিল। আর দুটোই ভালো ব্যবসা করেছিল। ‘গাদার’ ও ‘লগান’-এর ক্ষেত্রেও তো সেরকম হয়।’

আমির আরও বরেন, ‘‘লগান’-এর চেয়ে তিন গুণ বেশি বাজেট ছিল ‘গাদার’-এর। লোক ট্রাক ভাড়া করে ছবি দেখে গিয়েছিল। আর ‘লগান’ যদি একটুও খারাপ হতো, তাহলে আমরা দাঁড়াতেই পারতাম না। সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম।’

এমআরএম