‘আমরা আবার গর্ভবতী’
জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়া দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবরটি ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারা।
তবে তাদের ক্যাপশনের একটি বিশেষ অংশ নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে এই তারকা দম্পতিকে।
বিজ্ঞাপন
শেয়ার করা ছবিতে দেখা যায়, ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়া পাহাড়ের পাশে দাঁড়িয়ে ফটোশুট করেছেন। এদিকে বেবিবাম্পে হাত দিয়ে রয়েছেন দুজনে। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা আবার গর্ভবতী।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
আর এই ক্যাপশনটি ঘিরেই শুরু হয় বিতর্ক। কমেন্ট বক্স ভরে ওঠে নেটিজেনদের কটাক্ষে। অনেকেই প্রশ্ন তোলেন, স্বামী হর্ষ কীভাবে গর্ভবতী হন!
এক নেটিজেন মজা করে লেখেন, ‘তার স্বামীও অন্তঃসত্ত্বা! হা হা হা।’ আরেকজন লেখেন, ‘ওহ মাই গড! এই প্রথম দেখলাম যে স্বামী এবং স্ত্রী দুজনেই গর্ভবতী।’ অনেকে আবার দম্পতিকে অভিনন্দন জানিয়েও ক্যাপশনটি 'ভুল' বলে উল্লেখ করেন।
প্রসঙ্গত, কয়েক বছর ধরে ডেট করার পর ২০১৭ সালের ৩ ডিসেম্বর (bharti singh) ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া বিয়ে করেন।
এমআইকে