গোবর্ধন আসরানি
পোস্ট দেওয়ার ঘণ্টাখানেক পরই মৃত্যু, গোপনেই হলো শেষকৃত্য
বলিউডের বর্ষীয়ান কৌতুক অভিনেতা গোবর্ধন আসরানির প্রয়াণে শোকস্তব্ধ হিন্দি সিনে জগত। গত সোমবার দীপাবলির দিনেই ৮৪ বছর বয়সেই জীবনাবসান ঘটে তার; হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন।
তার মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ‘হ্যাপি দিওয়ালি’ লিখে পোস্ট করেছিলেন অভিনেতা। এরপর চুপিসারেই করা হয় তার শেষকৃত্যের আয়োজন, কারণ তিনি চাইতেন না তার শেষযাত্রায় কোনো হই-হট্টগোল বা মিডিয়ার ভিড় হোক। সে জন্য প্রকাশ্যে আনা হয়নি তার মৃত্যু খবর; তার ইচ্ছার কথা মাথায় রেখে গোপনেই অভিনেতার শেষ যাত্রার আয়োজন করে তার পরিবার।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
শরীরিক অসুস্থতার কারণে জুহুরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন ৮৪ বছর বয়সী অভিনেতা। হাসপাতাল সূত্রে জানা গেছে, ফুসফুসে পানি জমার কারণে চিকিৎসকরা চেষ্টা করেছিলেন, তবে শেষ রক্ষা হয়নি। এদিন সন্ধ্যায়ই তার শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের ঘনিষ্ঠরা জানায়, আসরানি চাইতেন তাকে সাধারণ মানুষ হিসেবে মনে রাখুক সবাই।
গোবর্ধন আসরানি বলিউডে কয়েক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন; বিশেষ করে ‘শোলে’ সিনেমায় এক জেলারের চরিত্রে দর্শক মাতিয়েছিলেন তিনি। এছাড়াও কমিক চরিত্রে পারদর্শী ছিলেন এবং চলচ্চিত্রের মূল চরিত্রে ও পার্শ্বচরিত্রে সমানভাবে দর্শকদের মন জয় করেছেন। রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করা এই অভিনেতা মুম্বাইতে পা রেখেছিলেন অভিনয়ের জন্য।
ডিএ