কথা ছিল অক্ষয়কে বিয়ের, কিন্তু সরে আসেন শিল্পা
বলিউড তারকা অক্ষয় কুমার ও অভিনেত্রী শিল্পা শেঠির প্রেম নিয়ে নব্বইয়ের দশকে বেশ আলোচনা ছিল। সম্পর্ক গড়িয়েছিল বিয়ে পর্যন্ত। তবে শেষ মুহূর্তে সে পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি।
সম্প্রতি পরিচালক সুনীল দর্শন জানান, বিয়ের আগে শিল্পার বাবা-মা কয়েকটি শর্ত দিয়েছিলেন অক্ষয়কে। তবে সেই শর্তগুলো প্রকাশ্যে আনেননি কেউই। তার ধারণা, মেয়ের আর্থিক নিরাপত্তা নিয়েই মূলত উদ্বিগ্ন ছিলেন শিল্পার পরিবার। সেখান থেকেই মতবিরোধ শুরু হয়।
বিজ্ঞাপন
এছাড়া বলিউড অঙ্গনে আরেকটি ধারণা ছিল- শিল্পা নাকি জানতে পারেন, একই সময়ে টুইঙ্কেল খান্নার সঙ্গেও সম্পর্ক রাখছিলেন অক্ষয়। সেই কারণেও সম্পর্ক থেকে সরে আসেন তিনি।
পরবর্তীতে টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন অক্ষয়। বর্তমানে তাদের ঘরোয়া জীবন নিয়ে বলিউডে বেশ প্রশংসা রয়েছে। অন্যদিকে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করে সংসার করছেন শিল্পা শেঠি। নানা বিতর্ক সত্ত্বেও তাদের দাম্পত্যে সম্পর্কের কোনো টানাপড়েন শোনা যায়নি।
বিজ্ঞাপন
ডিএ