স্বামীকে নিয়ে কেন ভারতে ফিরলেন মাধুরী দীক্ষিত?
বলিউডের চিরকালীন ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত। মোহময়ী রূপে এখনও লাখো পুরুষের হৃদয়ে ঝড় তোলেন তিনি। নব্বইয়ের দশকে হিন্দি সিনেমার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে একসময় অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মাধুরী। কিন্তু সেই সম্পর্ক পরিণতি পায়নি।
এদিতে ১৯৯৯ সালে মা-বাবার পছন্দ করা পাত্র, মার্কিন চিকিৎসক শ্রীরাম নেনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। বিয়ের পর বলিউড ছেড়ে স্বামীর সঙ্গে আমেরিকায় পাড়ি জমান মাধুরী। তবে বহু বছর পর, স্বামী-সন্তানসহ পাকাপাকিভাবে ভারতে ফিরে আসেন এই তারকা দম্পতি।
বিজ্ঞাপন
হঠাৎ করে কেন বিলাসবহুল মার্কিন জীবন ছেড়ে ভারতে ফিরলেন মাধুরী দীক্ষিত? সম্প্রতি এক পডকাস্টে ভারতে ফিরে আসার পেছনের আসল কারণটি জানালেন তিনি।
মাধুরী বলেন, ‘আমেরিকা থেকে আমাদের এই প্রত্যাবর্তন মূলত আমার মা-বাবার জন্য। কারণ, তাদের বয়স হয়েছে। আমাদের অনুপস্থিতিতে তাদের দেখার মতো আর কেউ নেই। তাই চলে আসা।’ কেবল বাবা-মায়ের প্রতি দায়িত্ববোধ নয়, ফিরে আসার পেছনে আরও কিছু কারণ ছিল বলে জানান মাধুরী।
বিজ্ঞাপন
তার কথায়, ‘নেনের (শ্রীরাম নেনে) বহু রোগী ভারতে থাকেন। চিকিৎসার প্রয়োজনে তাকে প্রায়শই ভারতে আসতে হতো। এছাড়া, আমারও তো একটি ক্যারিয়ার আছে। তাই সব দিক বিবেচনা করেই ভারতে ফেরার সিদ্ধান্ত নিই আমরা। আর নিজের দেশে ফিরে এসে আমরা বেশ ভালো আছি।’
এমআইকে