অভিনয় করেন না, তবুও কোটি টাকার মালিক এই অভিনেত্রী!
বলিউডে ফেরার কোনো আগ্রহ নেই রিয়া চক্রবর্তীর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নানা বিতর্কে নাম জড়ালেও পরে সব অভিযোগ থেকে অব্যাহতি পান তিনি। আর তারপরই এক ভিন্ন পথে হাঁটা; অভিনয় ছেড়ে পুরোপুরি মন দিয়েছেন ব্যবসায়। আর সেই ব্যবসাতেই আয় করেছেন কোটি টাকা!
২০২০ সালের ১৪ জুন সুশান্তের মৃত্যু ঘিরে নির্মম কটাক্ষ ও মামলার মুখোমুখি হয়েছিলেন রিয়া চক্রবর্তী। সেই সময় জীবনের সবচেয়ে কঠিন পর্যায় পার করেন তিনি। অভিযোগ থেকে নিষ্পত্তি পেলেও আর বলিউডে ফেরার সিদ্ধান্ত নেননি। বরং নিজের ব্যবসা গড়ার স্বপ্ন বেছে নেন।
বিজ্ঞাপন
সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়া জানিয়েছেন, তার পোশাকের ব্র্যান্ড ‘চ্যাপ্টার টু ড্রিপ’ গত এক বছরে আয় করেছে প্রায় ৪০ কোটি টাকা। জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করার প্রতীক হিসেবেই ব্র্যান্ডের নাম ‘চ্যাপ্টার টু’।
২০২৪ সালের আগস্টে অনলাইন স্টোর চালু করেন রিয়া। পাশাপাশি মুম্বাইয়ের বান্দ্রায় প্রতিষ্ঠা করেন নিজস্ব শোরুম। অল্প সময়েই তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে তার পোশাকের কালেকশন।
বিজ্ঞাপন
ব্যবসার পাশাপাশি রিয়া চালিয়ে যাচ্ছেন নিজস্ব পডকাস্ট শো। সেখানে বহু তারকা অতিথি হয়ে এসেছেন। সেই পডকাস্টও হয়ে উঠেছে তার ব্র্যান্ড প্রচারের বড় মাধ্যম।
রিয়ার ভাষ্য, সুশান্তের ঘটনার পর ভেঙে পড়লেও নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছিলেন। তখনই সিদ্ধান্ত নেন ব্যবসায় দাঁড়ানোর। মাত্র এক বছরেই ৪০ কোটি টাকার আয়। সেটাই বলে দেয়, অভিনয় ছাড়লেও রিয়া আজ কোটি টাকার মালিক!
ডিএ