দীর্ঘদিনের বান্ধবী, মডেল ও পোশাকশিল্পী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। সম্প্রতি এক পডকাস্ট শোতে এসে এই খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা। 

গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্ট শোতে অতিথি হয়ে আসেন অর্জুন রামপাল ও তার প্রেমিকা গ্যাব্রিয়েলা। সেখানেই ছয় বছর ধরে চলা তাদের সম্পর্কের নানা সমীকরণ নিয়ে কথা বলেন তারা। কথা প্রসঙ্গে বাগদানের বিষয়টি ফাঁস করেন এই তারকা জুটি।

অভিনেতা জানান, তারা এখনও বিবাহিত নন, তবে তাদের মধ্যে বাগদান হয়ে গেছে। দীর্ঘদিন ধরে তারা লিভ-ইন সম্পর্কে রয়েছেন এবং তাদের দুটি সন্তানও রয়েছে। ১৯৯৮ সালে মডেল মেহের জেসিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অর্জুন। কিন্তু ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। ওই বছর থেকেই গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। গ্যাব্রিয়েলা অর্জুনের চেয়ে প্রায় ১৫ বছরের ছোট।

সম্পর্কে যৌনতা কতটা জরুরি, এমন একটি প্রশ্নে অর্জুন বলেন, "আমি যৌনতা খুব ভালোবাসি। সম্পর্কের ক্ষেত্রে যৌনতাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। যৌনতার মাধ্যমে দুটি মানুষ তাদের মধ্যে 'এনার্জি'র আদান-প্রদান ঘটান। তবে আমি একজন সঙ্গীর সঙ্গেই যৌনতায় বিশ্বাস করি।"

তিনি আরও উল্লেখ করেন যে, তিনি এমন অনেক বিবাহিত পুরুষকে চেনেন যারা দাম্পত্যের বাইরেও যৌনতায় লিপ্ত হন, অথচ দাবি করেন তারা সুখী। অর্জুন জানান, তিনি এমন সমীকরণ বোঝেন না।

একসময় অর্জুনকে তার এক বন্ধু বলেছিলেন, গ্যাব্রিয়েলার সঙ্গে তার সম্পর্ক সঠিক সিদ্ধান্ত নয়। কারণ, দু’জনের চারিত্রিক বৈশিষ্ট্য একই ধরনের। কিন্তু অভিনেতা মনে করেন, দুজনের মধ্যে মিল থাকলে সম্পর্কের পক্ষে তা ভালোই। অর্জুন ও গ্যাব্রিয়েলার মধ্যে ১৫ বছর বয়সের ব্যবধান। কিন্তু সম্পর্কে তার কোনও প্রভাব পড়ে না বলেও জানিয়েছিলেন অভিনেতা।

প্রাক্তন স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে বিচ্ছেদের পর গত প্রায় পাঁচ বছর আগে গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডসের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেন অর্জুন রামপাল। অর্জুন ও জেসিয়ার ঘরে আছে দুই মেয়ে; মাহিকা রামপাল ও ময়রা রামপাল। এদিকে ১৫ বছরের ছোট প্রেমিকা গ্যাব্রিয়েলারও দুই সন্তাদের বাবা অর্জুন; তাদের দুই সন্তানের নাম আরিক ও আরিভ। সব মিলিয়ে অর্জুনের চার সন্তান।

ডিএ