হিন্দিতে সংলাপ, রেট্রো লুক— বলিউডে কি ঝড় তুলতে চলেছেন আরিফিন শুভ?
ধারালো হিন্দি সংলাপ, সত্তরের দশকের রেট্রো স্টাইল, আর চোখে-মুখে রহস্যমাখা মেজাজ— বলিউডের একটি প্রোজেক্টে ঢালিউডের অ্যাকশন হিরো আরিফিন শুভকে দেখা গেল এমনই অবতারে। সদ্য প্রকাশিত ‘জ্যাজ সিটি’ সিরিজের টিজার দেখার পর দর্শকদের মনে এখন ঘুরপাক খাচ্ছে এই একটিই প্রশ্ন, আরিফিন শুভ নিজেকে যেভাবে উপস্থাপন করলেন, সেটি কি হিন্দি ইন্ডাস্ট্রিজে ঝড় তোলার আগাম পূর্বাভাস?
‘জ্যাজ সিটি’র এই টিজারে শুভকে দেখা গেছে ‘জিমি রায়’ চরিত্রে। এক দেখাতেই বোঝা গেল, সত্তরের দশকের সেই চনমনে ও বর্ণিল আবহ তিনি নিজের মধ্যে পুরোপুরি ধারণ করে নিয়েছেন। কখনো ধূসর রঙের কাট স্যুটে আভিজাত্য, কখনো বা সেই সময়ের জনপ্রিয় রেট্রো হেয়ারস্টাইলে ‘রাফ অ্যান্ড টাফ’ লুক; যেন প্রতিটি শটেই নিজেকে চিনিয়েছেন।
বিজ্ঞাপন
শুধু স্টাইল নয়- তার এন্ট্রি, হাঁটাচলা, বডি ল্যাঙ্গুয়েজেও ছিল দেখার মতো। কখনো মুখে সিগারেট নিয়ে হাঁটা, আবার কখনো ফ্লোরে নাচ- সব মিলিয়ে বলিউডের মাটিতে নিজের শক্ত অবস্থান জানান দিতেই গেছেন আরিফিন শুভ, তার স্পষ্ট ইঙ্গিত মিলল এই কয়েক সেকেন্ডের ক্লিপে।
বিজ্ঞাপন
টিজারটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রশংসায় ভাসছেন আরিফিন শুভ। তাদের মত, বলিউডে এই নায়ক এক বিশাল ঝড় তুলতে যাচ্ছেন। ভক্তদের কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করে বলছেন, 'আরিফিন শুভ বলিউডে, তাও আবার লিড ক্যারেক্টারে, দেখে খুবই ভালো লাগলো!' শুভর অভিনয় প্রতিভার কথা তুলে কেউ কেউ বলেছেন, 'শুভ যে একজন পাক্কা অভিনেতা, সেটা সে তার অভিনয়ের মাধ্যমেই প্রমাণ করেছে।'
এদিকে সিরিজটির প্রেক্ষাপটও বেশ গভীর ও তাৎপর্যপূর্ণ। ‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময় এবং সত্তরের দশকের উত্তাল সামাজিক-রাজনৈতিক বাস্তবতা ঘিরে। সিরিজের পরিচালক ভারতীয় নির্মাতা সৌমিক সেন; যিনি নিজেই এই সিরিজের গল্পকার ও চিত্রনাট্যকার।
এছাড়াও সিরিজে শুভর বিপরীতে রসায়ন জমাবেন কলকাতার অভিনেত্রী সৌরসেনী মৈত্র; রয়েছেন কলকাতা ও হিন্দি সিনেমার একঝাঁক তারকা। অপেক্ষা আর মাত্র কিছুদিনের। আগামী বছরের ৬ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’ (Sony LIV)-এ মুক্তি পাবে সিরিজটি। এখন দেখার পালা, টিজারের এই আগুন পুরো সিরিজ জুড়ে কতটা ছড়িয়ে দিতে পারেন ‘জিমি রায়’ ওরফে আরিফিন শুভ।
ডিএ