গুরুতর আহত ইমরান, অস্ত্রোপচারের পর কেমন আছেন?
২০২৫ সালটি বলিউডের জন্য যেন এক মিশ্র অনুভূতির বছর। একদিকে যেমন ‘ধুরন্ধর’-এর মতো ব্লকবাস্টার ছবি প্রেক্ষাগৃহ কাঁপিয়েছে, অন্যদিকে ধর্মেন্দ্র ও আসরানীর মতো কিংবদন্তি তারকাদের হারিয়েছে মায়ানগরী। শোকের এই আবহ কাটতে না কাটতেই এবার দুঃসংবাদ এলো অভিনেতা ইমরান হাশমিকে নিয়ে। রাজস্থানে শুটিং করতে গিয়ে গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছেন এই অভিনেতা।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রাজস্থানে ‘আওয়ারাপন ২’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন হাশমি। সেখানে একটি উঁচু স্থানে অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় হঠাৎ করেই তার পেটের পেশি ছিঁড়ে যায়। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে, শরীরের ভেতরে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয়।
বিজ্ঞাপন
বিষয়টি টের পাওয়া মাত্রই তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জরুরি ভিত্তিতে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার সফল হলেও চিকিৎসকরা তাকে কড়া বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন।
বিজ্ঞাপন
তবে হাশমি পেশাদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। তার অনুপস্থিতিতে শুটিং বন্ধ থাকলে প্রযোজকের বিশাল অংকের লোকসান হবে এই চিন্তা থেকে তিনি বিশ্রামের বদলে কাজে ফেরার সিদ্ধান্ত নেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পেটে ব্যান্ডেজ নিয়ে অত্যন্ত শারীরিক অস্বস্তির মধ্যেও গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করে যাচ্ছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনে শুটিংয়ের ফাঁকে ফাঁকে তিনি নিজের যত্ন নিচ্ছেন এবং কড়া ডায়েট ও ওষুধের ওপর রয়েছেন।
এমআইকে